(Source: ECI/ABP News/ABP Majha)
WB Corona Restriction Update : ওমিক্রন আতঙ্ক, রাজ্যজুড়ে বাড়ছে রাত্রিকালীন বিধিনিষেধের মেয়াদ, কড়াকড়ি
Covid Restriction : রাত ১১টা থেকে ভোর ৫ টার মধ্যে অত্যাবশ্যক পরিষেবা ও প্রয়োজনীয়তা ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
কলকাতা : বিশ্বের এক ডজনের বেশি দেশে চোখ রাঙাচ্ছে ওমিক্রন (Omicron) আতঙ্ক। ভারত সহ একাধিক দেশ করোনার (Corona Virus) নতুন অতি সংক্রামক ভ্যারিয়্যান্টের কথা মাথায় রেখে আন্তর্জাতিক বিমানে আগতদের ক্ষেত্রে জারি করেছে একগুচ্ছ নিয়ম নির্দেশিকা। এই অবস্থায় আর-টি পিসিআর (RT-PCR) পরীক্ষায় ধরা না পড়া মারণ ভাইরাসের নতুন প্রকারভেদ নিয়ে সতর্ক রাজ্যও। মঙ্গলবার বিকেলে রাজ্য সরকারের (West Bengal State Government) পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যজুড়ে বাড়ানো হচ্ছে বিধিনিষেধের মেয়াদ। রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সই করা নতুন বিজ্ঞপ্তিতে রাজ্যের পক্ষে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিধিনিষেধের (Covid Restrictions) মেয়াদ বাড়ানো হচ্ছে। রাজ্যে আরও ১৫ দিন রাত্রিকালীন বিধিনিষেধ (Night Restrictions) বলবৎ থাকবে বলেই জানানো হয়েছে। পাশাপাশি এই সময়পর্বে বিভিন্ন করোনা সংক্রান্ত নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাজ্য সরকারের প্রকাশিত মঙ্গলবারের বিজ্ঞপ্তি জানাচ্ছে, আগের মতোই রাত্রিকালীন বিধিনিষেধ রাজ্যজুড়ে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। যার ফলে রাত ১১টা থেকে ভোর ৫ টার মধ্যে অত্যাবশ্যক পরিষেবা ও প্রয়োজনীয়তা ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, 'বিশ্বে করোনা ভাইরাসের নতুন প্রকারভেদ ওমিক্রনের প্রাদুর্ভাবে পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির রাজ্য কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে আরও ১৫ দিন বাড়ানো হচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ।'
এই সময়পর্বে আগের মতোই কোভিড নিয়মনীতি ভঙ্গ করলে মহামারী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখার মতো অবশ্য পালনীয় কোভিড নিয়মগুলি মেনে চলার কথাও ফের একবার মনে করিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- করোনা আক্রান্ত গোখেল কলেজের এক ছাত্রী, আপাতত এক সপ্তাহ বন্ধ কয়েকটি বিভাগ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )