WB election 2021 News: "ক্ষমতায় এলে অনলাইনে কাটমানি নেবে তৃণমূল,’’ নিশানা শুভেন্দুর
চলতি মাসে দ্বিতীয়বার রাজ্যে এলেন জে পি নাড্ডা। আজ থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। এদিন দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
![WB election 2021 News: West Bengal Election 2021 BJP Suvendu Adhikari attack TMC on online cut money, if they regain power in Bengal WB election 2021 News:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/09/78859a585b341edf15b3db09437ca9fe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লালগড়: ‘’এবার তৃণমূল ক্ষমতায় এলে অনলাইনে কাটমানি নেবে’’ লালগড়ে সভা দাঁড়িয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য জঙ্গলমহলে প্রকৃত রামরাজ্য দেওয়ার ক্ষমতা আছে একমাত্র বিজেপিরই।
চলতি মাসে দ্বিতীয়বার রাজ্যে এলেন জে পি নাড্ডা। আজ থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। এদিন দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করেন তিনি। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হয়। ওই সভা থেকেই রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘জঙ্গলমহলে প্রকৃত রামরাজ্য দিতে পারবে বিজেপি। উন্নততর তৃণমূল মানে কাটমানি। এবার তৃণমূল ক্ষমতায় এলে অনলাইনে কাটমানি নেবে। উন্নততর তৃণমূল মানে পিসি-ভাইপো। লালগড়ের সভায় শুভেন্দু অধিকারী আরও বলেন, লকডাউনে মোদির পাঠানো চাল চুরি করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। লোকসভায় বিজেপিকে সমর্থন করেছেন।’
ওই মঞ্চে দাঁড়িয়ে শাসক দলকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিধানসভা ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।“ এদিকে নাড্ডা আসার আগে গোটা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বীরভূম জেলার ১১টি বিধানসভাজুড়ে পরিক্রমা করবে বিজেপির রথ। পাড়ি দেবে ৩২৮ কিলোমিটার পথ।বিজেপির রথযাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এটি রাজনৈতিক কর্মসূচি। তাই তৃণমূলের তরফে কোনরকম বাধা দেওয়া হবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)