WB Election 2021: সবুজ শিবির থেকে গেরুয়া বাগানে আলো দিচ্ছে ল্যাম্পপোস্ট, কটাক্ষ কাঞ্চনের
আজ বুধবার তৃণমূলে যোগ দিলেন একাধিক টলিউড তারকা। আর সেই সভা থেকেই বিরোধীর হুঁশিয়ারি দিতে ছাড়লেন না তাঁরা। কটাক্ষেক সুর শোনা গেল কাঞ্চন, রাজ, সায়নীদের গলায়। এদিন দলে যোগ দিয়ে কাঞ্চন মল্লিক বলেন, অনেকেই হয়ত ভাবছেন, দশ বছর বাদে কাঞ্চন মল্লিক কেন?
হুগলি: সবুজ শিবির থেকে গেরুয়া বাগানে আলো দিচ্ছে ল্যাম্পপোস্ট। তৃণমূলে যোগ দিয়েই বৃহস্পতিবার বিরোধীদের কটাক্ষের সুর শোনা গেল অভিনেতা কাঞ্চন মল্লিকের গলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, দশ বছর দেখছিলাম একজন মহিলা হাসি ফোটানোর জন্য কত কী চেষ্টা করে চলেছেন।
আজ বুধবার তৃণমূলে যোগ দিলেন একাধিক টলিউড তারকা। আর সেই সভা থেকেই বিরোধীর হুঁশিয়ারি দিতে ছাড়লেন না তাঁরা। কটাক্ষেক সুর শোনা গেল কাঞ্চন, রাজ, সায়নীদের গলায়। এদিন দলে যোগ দিয়ে কাঞ্চন মল্লিক বলেন, অনেকেই হয়ত ভাবছেন, দশ বছর বাদে কাঞ্চন মল্লিক কেন? আমি রাজনীতি করি না। বুঝি না। আমার কাজ মানুষের মুখে হাসি ফোটানো। দশ বছর দেখছিলাম একজন মহিলা হাসি ফোটানোর জন্য কত কী চেষ্টা করে চলেছেন।
শুধু তাই নয়, এদিন সদ্য় তৃণমূলত্য়াগীদের কটাক্ষ করতে ছাড়েননি কাঞ্চন। বিরোধীদের গলায় একাধিকবার উঠে এসেছে, তৃণমূলে পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট। সেই বক্তব্যকে এদিন হাতিয়ার করেন কাঞ্চন। তিনি বলেন, দুঃখের বিষয় নির্বাচনের আগে এই বটগাছের তলায় যারা আশা ভরসা নিয়ে পাশে ছিলেন তাঁরা বাইরে গিয়ে বলছেন, একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট। সেই ল্যাম্পপোস্ট কিন্চু সবুজ শিবির থেকে গেরুয়া বাগানে আলো দিচ্ছেন। আমাদের একটা পোস্টই দিচ্ছে।
দলে যোগ দিয়ে কাঞ্চনের আহ্বান, আপনারা বুঝিয়ে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হ্য়াটট্রিক করবেন। শুধু তাই নয়, ওই মঞ্চ থেকেই এদিন খেলা হবে শোনা গেল কাঞ্চনের গলায়।