WB Election 2021: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৩ জনকে নিয়োগ কমিশনের
৩০ জানুয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মন, জয়েন্ট সিইও অনামিকা মজুমদার এবং ডেপুটি সিইও অমিতজ্যোতি ভট্টাচার্যকে তাদের পদ থেকে নজিরবিহীনভাবে সরিয়ে দেয় কমিশন। এতদিন ধরে জল্পনা ছিল কারা আসবেন ওই পদে। রাজ্য সরকারের তরফ থেকে ৯ জনের নাম পাঠানো হয়েছিল কমিশনে। কমিশন ৩ জন অফিসারকে বেছে নিয়েছে।
![WB Election 2021: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৩ জনকে নিয়োগ কমিশনের West Bengal Election 2021: three person recruited by commision in chief election commision department WB Election 2021: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৩ জনকে নিয়োগ কমিশনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/09/eca2e8d26e86caf5642803b3c5303661_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রুমা পাল, কলকাতা: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৩ জনকে নিয়োগ করল নির্বাচন কমিশন। ৯ দিন আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৩ জনকে সরিয়ে দেওয়া হয়। তার বদলে এই নিয়োগ।
৩০ জানুয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মন, জয়েন্ট সিইও অনামিকা মজুমদার এবং ডেপুটি সিইও অমিতজ্যোতি ভট্টাচার্যকে তাদের পদ থেকে নজিরবিহীনভাবে সরিয়ে দেয় কমিশন। এতদিন ধরে জল্পনা ছিল কারা আসবেন ওই পদে। রাজ্য সরকারের তরফ থেকে ৯ জনের নাম পাঠানো হয়েছিল কমিশনে। কমিশন ৩ জন অফিসারকে বেছে নিয়েছে।
এই অফিসাররা হলেন বিজিত কুমার ধর, অরিন্দম নিয়োগী এবং সৌরভ বারিক। বিজিত কুমার ধর আদিবাসী উন্নয়ন দফতরের স্পেশাল সেক্রেটারি ছিলেন। তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অ্যাডিশনাল সিইও হয়ে এলেন। অর্থাৎ শৈবাল বর্মনের স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে শৈবাল বর্মনকে নবান্নে অর্থ দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি পদ দিল রাজ্য সরকার।
অরিন্দম নিয়োগী ভূমি ও ভূমি সংস্কার দফতরের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। এলেন জয়েন্ট সেক্রেটারি সিইও হয়ে। অর্থাৎ অনামিকা মজুমদারের স্থলাভিষিক্ত হলেন। অনামিকা মজুমদারকে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি করা হল।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ডেপুটি সেক্রেটারি হয়ে এলেন সৌরভ বারিক। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডেপুটি সেক্রেটারি ছিলেন। সৌরভ বারিক অমিতজ্যোতি ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন। অমিতজ্যোতি ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রীর দফতরের ডেপুটি সেক্রেটারির পদমর্যাদায় অফিসার অন স্পেশাল ডিউটি করা হলো। এছাড়াও গ্রিভান্স সেলের কাজের তদারকিও করবেন। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে অফিসারদের এভাবে সরিয়ে দেওয়ায় খুশি নয় নবান্ন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)