WB Election News: ফের তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম, আহত ৬
সাঁইথিয়ায় বিজেপি কর্মীদের গায়ে ঢেলে দেওয়া হয়েছে গরম জল। সিউড়িতে বেধড়ক মারধরে মাথা ফেটেছে তৃণমূল কর্মীর। লাভপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। একের পর এক রাজনৈতিক হিংসায় বুধবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লালভূমি।
![WB Election News: ফের তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম, আহত ৬ West Bengal Election 2021: TMC BJP clash in Ahmedpur of Birbhum ahead of bengal elections WB Election News: ফের তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম, আহত ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/11/cdb00fedc2c61ee5e1fd43514bf08b3b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বীরভূমের সাঁইথিয়া থানার আমোদপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে দু’পক্ষের ৬ জন আহত হয়েছেন। গতকাল রাতে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে আমোদপুরের কুমোরপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষ হয়। বিজেপির অভিযোগ, তাদের দুই কর্মীর গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। পাল্টা তৃণমূলের অভিযোগ, তাদের ৪ কর্মীকে মারধর করে বিজেপি সমর্থকরা। আহত ৬ জনকে বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে।
সাঁইথিয়ায় বিজেপি কর্মীদের গায়ে ঢেলে দেওয়া হয়েছে গরম জল। সিউড়িতে বেধড়ক মারধরে মাথা ফেটেছে তৃণমূল কর্মীর। লাভপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। একের পর এক রাজনৈতিক হিংসায় বুধবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লালভূমি। বুধবার রাতে, বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজেপির অভিযোগ, সংঘর্ষ চলাকালীন, তাঁদের কর্মীদের গায়ে গরম জল ঢেলে দেয় তৃণমূল।
পাল্টা তৃণমূলের অভিযোগ, তাদের ৪ কর্মীকে মারধর করে বিজেপি সমর্থকরা। অভিযোগ আক্রান্তদের মধ্যে রয়েছেন, শ্রীনিধিপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষও। আহত তৃণমূল নেতা পীযুষ ঘোষের স্ত্রী তিস্তা ঘোষ বলেন, সংঘর্ষে আহত দুপক্ষের ৬ জনকে বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য়, বীরভূমে আজই বিজেপির পরিবর্তন যাত্রার রথ আসার কথা। তার আগে গতকাল, বুধবার রাতে দুটি ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি ও লাভপুরে উত্তেজনা ছড়াল। তৃণমূলের অভিযোগ, পরিবর্তন যাত্রা উপলক্ষে সিউড়িতে বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা খুলে দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। এক তৃণমূল কর্মী প্রতিবাদ করতে গেলে তাঁকে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ওই তৃণমূল কর্মীকে সিউড়ির জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে সিউড়ি থানায়। যদিও বিজেপি মারধরের অভিযোগ অস্বীকার করেছে। গতকাল বুধবার রাতেই লাভপুরে বিজেপির বিরুদ্ধে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ করেছে তৃণমূল। সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)