West Bengal Live: স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কোপ, আলাদা হয়ে গেল হাত, হাড় হিম কাণ্ড
West Bengal News Live Updates: জেলা থেকে শহর, সব খবর সবার আগে...
LIVE

Background
এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পালাতে গিয়ে সকালে ধরা পড়েন আধিকারিকদের হাতে, খবর ED সূত্রে।
২। জীবনকৃষ্ণ সাহাকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে। বড়ঞা থেকে তৃণমূল বিধায়ককে নিয়ে গাড়িতে রওনা। মোবাইল ফোনে মিলেছে টাকা লেনদেনের প্রমাণ, খবর ED সূত্রে।
৩। CBI তল্লাশিকাণ্ডের পুনরাবৃত্তি। ED-কে আসতে দেখে এবারও ফোন ফেলে পালাতে গেলেন জীবনকৃষ্ণ সাহা। ধরা পড়ার পর তল্লাশিতে ফোন মিলল বাড়ির পাশে নর্দমা থেকে।
৪। জীবনকৃষ্ণ সাহার পিসি সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ED তল্লাশি. মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও তল্লাশি করল ED।
৫। তপসিয়ার দারাপাড়ায় বোমাবাজির ঘটনায় গ্রেফতার যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি তাবরেজ আলম। গ্রেফতার তাবরেজের বাবাকেও। শাসকদলের মোট ৫ জন পাকড়াও।
৬। কৃষ্ণনগরে শ্য়ুটআউট। গুলিতে খুন প্রথম বর্ষের ছাত্রী। দোতলায় ঢুকে গুলি চালাল অভিযুক্ত যুবক দেবরাজ সিংহ।
অভিযুক্ত ও কলেজ ছাত্রী ২ জনেই পরস্পরকে চিনতেন, খবর পুলিশ সূত্রে।
৭। খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার CID-র হাতে। CBI এখন গ্যালারি শো, মামলা CBI-কে দিলে গ্যালারি শো হয়ে যাবে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
৮। হিসেব না দিলে, সেই পুজো কমিটিকে অনুদান দেওয়া বন্ধ হোক। পর্যবেক্ষণে জানাল কলকাতা হাইকোর্ট। কারা হিসেব দেয়নি, তথ্য তলব বিচারপতির। পরশু মামলার পরের শুনানি।
৯। যৌথ সংসদীয় কমিটি থেকে পালাচ্ছে বিরোধীরা। সরকার চালাতে চায় জেল থেকে। ১৩০ তম সংবিধান সংশোধন বিল নিয়ে বিপক্ষকে আক্রমণ অমিত শাহের।
১০। পরিণীতি-রাঘবের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। সন্তানসম্ভবা পরিণীতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন পরিণীতি-রাঘব।
WB News Live: শিক্ষক পিটিয়ে হেফাজতে
বেলঘরিয়ার নন্দননগরে মদ খাওয়ার প্রতিবাদ করায় আঁকার শিক্ষককে লাথি-ঘুসি। পুলিশের জালে মূল অভিযুক্ত, ধৃতের পুলিশ হেফাজত।
West Bengal Live Update: জেল থেকে ছাড়া পেয়েই প্রতিশোধ যুবকের?
এক বছর আগে শিক্ষকের নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে। পকসো মামলায় সাজা। জেল থেকে ছাড়া পেয়েই প্রতিশোধ যুবকের, অনুমান পুলিশের।






















