WB News Live Updates: পুলিশের নজর এড়িয়ে দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত ২
Get the latest West Bengal News and Live Updates:নারদ-মামলা স্থানান্তর নিয়ে হাইকোর্টে আজ ফের শুনানি। মামলা শোনার এক্তিয়ার নেই বৃহত্তর বেঞ্চের, সওয়াল রাজ্যের। ২ বিচারপতির সহমতেই বৃহত্তর বেঞ্চ, অসুবিধে কোথায়? পাল্টা প্রশ্ন আদালতের।

Background
কলকাতা: কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই অবসর। আজ থেকে ৩ বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।
আলাপন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। রাজ্যের আবেদনের পরেও অবিলম্বে নর্থ ব্লকে যোগ দিতে বলে ফের চিঠি দিল্লির। অবিলম্বে যোগ দেওয়ার নির্দেশ। প্রতিশোধমূলক আচরণ, পস্তাতে হবে, তোপ মুখ্যমন্ত্রীর।
শুভেন্দু থাকলে বৈঠক বয়কট করবেন এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অহং বোধের কাছে নাগরিক পরিষেবার পরাজয়। ২৮ মে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় ‘কালো দিন’। ট্যুইটে দাবি রাজ্যপালের।
করোনা মোকাবিলায় মুখ্যসচিবকে রাজ্যেই রাখতে চেয়েছিলাম, এমন নির্মম প্রধানমন্ত্রী আগে দেখেনি। আলাপন-সংঘাতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। ত্রাণ থেকে হিংসা রুখতে ব্যর্থ, ধামাচাপা দিতেই রাজনীতি, পাল্টা দিলীপ।
কেন দিল্লিতে বদলি আলাপন বন্দ্যোপাধ্যায়, কারণ দেখানো হয়নি কেন? প্রশ্ন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবের। দিল্লিতে না পাঠিয়ে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী, মত প্রসার ভারতীর প্রাক্তন সিইও-র।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কী করে বৈঠক থেকে ওয়াক আউট মুখ্যসচিবের? কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে প্রশ্ন কেন্দ্রীয় আইনমন্ত্রীর। আমলারা ওয়াকআউট করেন না, অহেতুক বিভ্রান্ত করার চেষ্টা, পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে আলাপনের নিয়োগের দিনেই রাজ্য পুলিশে বড় রদবদল। একসঙ্গে ৫৫ অফিসার বদলি। মালদা রেঞ্জের ডিআইজি হলেন প্রবীণ ত্রিপাঠী। ঝাড়গ্রাম-বাঁকুড়ার পুলিশ সুপার বদল।
নারদ-মামলা স্থানান্তর নিয়ে হাইকোর্টে আজ ফের শুনানি। মামলা শোনার এক্তিয়ার নেই বৃহত্তর বেঞ্চের, সওয়াল রাজ্যের। ২ বিচারপতির সহমতেই বৃহত্তর বেঞ্চ, অসুবিধে কোথায়? পাল্টা প্রশ্ন আদালতের।
ঘূর্ণিঝড়ের ৫দিন পার। এখনও জলের তলায় কাঁথি, নন্দীগ্রাম থেকে সন্দেশখালি, গোসাবার একাংশ। ত্রাণে রাজনীতির অভিযোগ বিজেপির। চলবে না রাজনীতি, বার্তা মমতার। জলমগ্ন এলাকায় দুয়ারে ত্রাণের শিবির।
WB News Live Updates: পুলিশের নজর এড়িয়ে দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত ২
ইয়াসের পরও এখনও উত্তাল দিঘার সমুদ্র।পুলিশের নজর এড়িয়ে দিঘার সমুদ্রে স্নান করতে নেমে জলের তোড়ে তলিয়ে গেল ২ জন।হাওড়া থেকে ৪ জন বন্ধু দিঘায় এসেছিল।পুলিশের নজর এড়িয়ে দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত ২।প্রথমে বাধা দেওয়া হয়েছিল, দাবি পুলিশের।
WB News Live Updates:বারাণসীর বিশ্বনাথ ধাম চত্বরে পুরনো বাড়ি ভেঙে মালদার ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু
বারাণসীর বিশ্বনাথ ধাম চত্বরে পুরনো বাড়ি ভেঙে মালদার ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। আহত আরও ৬। মৃতদের নাম আমিরুল মোমিন ও এবাদুল মোমিন। মৃতেরা প্রত্যেকেই কালিয়াচকের বাসিন্দা।স্থানীয় প্রশাসন সূত্রের খবর, দুর্ঘটনার সময় শ্রমিকরা বাড়িটির মধ্যে ঘুমোচ্ছিলেন। ভোরবেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার করা হয় দেহ।





















