West Bengal News Live: প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হক
Get the latest West Bengal News and Live Updates: এসএসসির চাকরি প্রার্থীদের সিঙ্গুর থেকে নবান্ন অভিযান কর্মসূচি। অনুমতি না থাকায় সিঙ্গুরে ট্রেন থেকে নামতেই আটকে দেওয়া হয়।
LIVE
Background
পুরভোটের আগে প্রার্থী পিছু লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। টাকা নিয়ে পুরভোটে প্রার্থী করার অভিযোগে তৃণমূলের নিশানায় সুকান্ত।
বীরভূমে পঞ্চায়েতে ভোট কার্যত বিরোধী-শূন্য, কর্মিসভায় ভুল কবুল অনুব্রতর। বললেন, 'পঞ্চায়েত ভোটে ভয়ঙ্কর অন্যায় করেছি। এবার মানুষের রায় নেব।'
মা উড়ালপুলের পর এবার কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। উত্তর প্রদেশের পর বিমানমন্ত্রকের ট্যুইটে উত্তরাখণ্ডের বিজ্ঞাপনে বাংলার ছবি। বিতর্ক শুরু হতেই ট্যুইটে উধাও বিতর্কিত ছবি। বাংলার উন্নয়ন দেখানো ছাড়া বিজেপির কিছু নেই, খোঁচা ফিরহাদের। আধিকারিকদের ভুল, পাল্টা সুকান্ত।
'তৃণমূল প্রার্থী দেখলেই তাড়া করবে। কাউকে মার্সি নয়।' বিপ্লবের পাশে দাঁড়িয়েই ত্রিপুরার বিজেপি বিধায়কের ফতোয়া। ভয় পেয়েছে, খোঁচা তৃণমূলের।
পুরভোটের আগে ফের অশান্ত আগরতলা। তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা। হোটেলেও হুমকির অভিযোগ, থানায় বিক্ষোভ। হোটেলে বাড়ল সুরক্ষা।
ভগবানপুরে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। দেহ নিয়ে বিক্ষোভ। সিবিআই চেয়ে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। নেশা করে মৃত্যু, পাল্টা তৃণমূল।
দমদমে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু। পুরসভার গাফিলতির মাসুল, পরিবারের সঙ্গে দেখা করে অভিযোগ সুকান্তর। তদন্তের নির্দেশ ফিরহাদের।
সিবিআই-ইডি অধিকর্তার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র। ২ থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ চেয়ে আনা হল অর্ডিন্যান্স। মিলল রাষ্ট্রপতির সম্মতি।
পুলিশের চর সন্দেহে গয়ার চক্রবান্ধায় মাও-হামলা। ৪ গ্রামবাসীকে খুন করে ঝুলিয়ে দিল মাওবাদীরা। ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল ২টি বাড়ি।
এবার বিহারে সাংবাদিককে অপহরণের পর পুড়িয়ে খুন! ক্লিনিকের বেআইনি কাজ ফাঁস করায় খুন, দাবি পরিবারের। ত্রিকোণ সম্পর্কের শিকার, দাবি পুলিশের।
স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা। জানিয়ে দিল সরকার। তথ্য ভাণ্ডারের জন্যেই কার্ড বাধ্যতামূলক বলে দাবি।
মঙ্গলবার থেকে খুলছে স্কুল। ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। দূষণের জেরে হরিয়ানায় ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ।
স্পেশালের বদলে ফের চালু হচ্ছে এক্সপ্রেস। প্রযুক্তিগত কারণে ৭দিন রাত সাড়ে ১১টা থেকে ৬ ঘণ্টা বন্ধ বুকিং, পিএনআর দিয়েও চেকিং।
২১ নভেম্বর ইডেনে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। আজ থেকেই অনলাইনে মিলবে টিকিট।
প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ উইকেটে নিউজিল্যান্ডের হার। হাফ সেঞ্চুরি করে জয়ের নায়ক মিশেল মার্শ-ডেভিড ওয়ার্নার।
West Bengal News Live: প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হক
প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হক। আজ রাতে রাজশাহিতে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি, তৎকালীন অবিভক্ত বাংলার বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটান। শিক্ষকতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। বাংলাদেশে বিবিধ সম্মান ও পুরস্কার পাওয়ার পাশাপাশি, ২০০৮ সালে ‘আগুনপাখি’ উপন্যাসের জন্য পান আনন্দ পুরস্কার। ২০১৯ সালে তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।
WB News Live Updates: শহরে ২টি দুর্ঘটনায় মৃত্যু হল একজনের
শহরে ২টি দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আজ সকালে বাসন্তী হাইওয়েতে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হয় এক ভ্যানচালকের। ঘাতক বাসের চালক পলাতক। থিয়েটার রোডে স্কুটারের ধাক্কায় আহত হলেন সিভিক ভলান্টিয়ার। এক্ষেত্রে স্কুটার চালককে আটক করেছে পুলিশ।
West Bengal News Live: মালদার হরিশ্চন্দ্রপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ একই পরিবারের দুই ভাই
মালদার হরিশ্চন্দ্রপুরে শ্যুটআউট। গুলিবিদ্ধ একই পরিবারের দুই ভাই। ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, চারজনকে আটক করা হয়েছে।
WB News Live Updates:ধূপগুড়ি থানা চত্বরে কনস্টেবলের হাতেই ‘আক্রান্ত’ ওসি ট্রাফিক!
ধূপগুড়ি থানা চত্বরে কনস্টেবলের হাতেই ‘আক্রান্ত’ ওসি ট্রাফিক! রাস্তায় চেকিংয়ের সময় বাইকের সমস্ত নথি না থাকার অভিযোগ।‘সব নথি না থাকায় থানায় দেখা করতে বলেন ওসি ট্রাফিক। থানায় এসে ওসি ট্রাফিকের উপর সঙ্গী-সহ কনস্টেবল চড়াও।’ধূপগুড়ি থানার ওসি ট্রাফিকের উপর চড়াও হওয়ার ভিডিও ভাইরাল।ধূপগুড়ি থানার ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত হবে: অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)।এব্যাপারে অভিযুক্ত কনস্টেবলের কোনও প্রতিক্রিয়া মেলেনি
West Bengal News Live: চন্দননগরের রানিঘাটে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় পুলিশের অস্থায়ী কিয়স্কের মধ্যে বেড়ধক মার
চন্দননগরের রানিঘাটে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় পুলিশের অস্থায়ী কিয়স্কের মধ্যে বেড়ধক মার। ভাইরাল ভিডিও। মোবাইল ফোন চুরির ঘটনায় ২জনকে আটক করা হয়েছিল। কিন্তু যারা মারধর করে, তারা কেউ পুলিশ নয়। বেসরকারি নিরাপত্তারক্ষী। এব্যাপারে তদন্ত চলছে, এমনই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে।