WB News LIVE Updates: প্রথম দিনে নজরকাড়া উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে
Get the latest West Bengal News and Live Updates: বিশ্ববিদ্যালয়গুলিতে ৮৫ শতাংশ উপস্থিতি, কলেজে ৭৮ শতাংশ হাজিরা। খোলা স্কুলগুলিতে ৭২ শতাংশ পড়ুয়া-উপস্থিতি, জানাল রাজ্য সরকার।
LIVE
Background
কলকাতা: করোনাকালে আজ থেকে ফের খুলছে স্কুল। কলম কিংবা ফুল দিয়ে ছাত্রছাত্রীদের অভ্যর্থনার নির্দেশ সরকারের। প্রস্তুতি বেসরকারি স্কুলেও।
স্কুলের ধাঁচে একদিনে সবার ক্লাস নয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে। একাধিক স্কুলে পর্যায়ক্রমে ক্লাসের সিদ্ধান্ত। যাদবপুরে আপাতত নয় নবাগতদের ক্লাস।
ধূপগুড়ি থানা চত্বরেও হোমগার্ডের হাতেই আক্রান্ত ওসি ট্রাফিক। হেলমেট না থাকায় বাইক আটক, নথি আনতে বলায় হামলা। বিভাগীয় তদন্তের নির্দেশ।
জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় চন্দনগরে পুলিশের অস্থায়ী কিয়স্কে বেধড়ক মার। হামলাকারীরা পুলিশের কেউ নয়, দাবি পুলিশ সূত্রে।
মালদা-মুর্শিদাবাদে বন্যায় কেন্দ্রের টাকায় দুর্নীতির অভিযোগ। ক্যাগের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ হাইকোর্টের। ১৪ ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে রিপোর্ট জমার নির্দেশ।
কাটমানির অডিও ক্লিপে আরও অস্বস্তিতে বিজেপি। লেনদেন বুঝতে পেরে সব জানানোর দাবি সহযোগী দল হ্যামের। (বাইট-প্রীতম ফোন করেছিল। সব জানাই বিজেপি নেতৃত্বকে)
প্রার্থী করতে টাকা চাওয়ার অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন সুকান্তর। কার কণ্ঠস্বর, স্পষ্ট নয় বলে দাবি। বিজেপিতেই লেনদেন হয়, কটাক্ষ পার্থর।
নবগ্রামে ভোট-পরবর্তী সন্ত্রাস-তদন্তে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা সিবিআইয়ের। অভিযোগ পাইনি। মেলেনি ভোট-পরবর্তী সন্ত্রাসের চিহ্ন, দাবি পুলিশের।
ফের উত্তপ্ত ত্রিপুরা। প্রচারে বাধার অভিযোগে এসপি অফিসে মহিলা প্রার্থীর বিক্ষোভ। বের করা হল চ্যাংদোলা করে। গ্রেফতারের পর জামিন।
মেয়াদ বাড়ল আইবি অধিকর্তারও। ২ বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি স্বরাষ্ট্র-সহ একাধিক সচিবের। জনস্বার্থের দাবি কেন্দ্রের। প্রতিবাদে প্রস্তাব আনছে তৃণমূল।
বিএসএফ-বিতর্কে আজ বিধানসভায় আসছে বিল। সমর্থন জানিয়ে চিঠি বিমান-অধীরের। মণিপুরের ধাঁচে ক্ষমতা বৃদ্ধির চেষ্টা, আক্রমণে অপর্ণা। কটাক্ষ বিজেপির।
West Bengal News Live Updates: পদ নিয়ে মতবিরোধে বদলে গেল তৃণমূল কংগ্রেসে পার্টি অফিসের নাম!
এক পদের দুই দাবিদার। তাকে ঘিরে তৃণমূলের মতবিরোধ প্রকাশ্যে আসার পর বদলে গেল পার্টি অফিসের নাম! দক্ষিণ ২৪ পরগনার রাজপুর টাউন তৃণমূল পার্টি অফিস রাতারাতি বদলে গেল বিধায়কের অফিসে। তা নিয়ে শাসক দলের দুই শিবিরের তরজা চলছেই।
WB News Live Updates: দেগঙ্গায় আইএসএফে ভাঙন
এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় আইএসএফে ভাঙন। তৃণমূলের দাবি, শতাধিক আইএসএফ কর্মী যোগ দিলেন তাদের দলে। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা তাঁদের কর্মী নন বলে দাবি আইএসএফ নেতৃত্বের। আইএসএফের দাবিকে সর্মথন জানিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপিও।
West Bengal News Live Updates: হাওড়া পুর এলাকায় বাড়ছে ডেঙ্গির সংক্রমণ
হাওড়া পুর এলাকায় বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। মোকাবিলায় হাওড়ার বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে বৈঠক করলেন পুর প্রশাসক। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে পুরসভা।পুরভোটের মুখে পুরসভার এই তৎপরতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
WB News Live Updates: হাওড়ার জগত্বল্লভপুরে মাঠ থেকে উদ্ধার বস্তাবন্দি প্রায় ৭০০ আধার কার্ড
হাওড়ার জগত্বল্লভপুরে মাঠ থেকে উদ্ধার হল বস্তাবন্দি প্রায় ৭০০ আধার কার্ড। স্থানীয় পঞ্চায়েত কর্মীরা মাটি খুঁড়ে ওই বস্তা উদ্ধার করেন। পরে তা পুলিশ নিয়ে যায়। হাওড়ায় পুরভোটের আগে এই ঘটনায় শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।
West Bengal News Live Updates: চন্দননগরে পুলিশের অস্থায়ী কিয়স্কে বেধড়ক মার, গ্রেফতার ২
জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় চন্দননগরে পুলিশের অস্থায়ী কিয়স্কে বেধড়ক মার। ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড় ওঠার পর গ্রেফতার করা হয় দু’জনকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের দাবি, ধৃতরা বেসরকারি নিরাপত্তারক্ষী।