West Burdwan: ব্যাঙ্ক মিত্রর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, বাধা দেওয়ায় মাকে খুনের চেষ্টার অভিযোগ
অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা (পশ্চিম বর্ধমান): কাঁকসার মলানদিঘিতে ব্যাঙ্ক মিত্রর বাড়িতে লুঠের চেষ্টা, বাধা দেওয়ায় মাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ব্যাঙ্ক মিত্রর কাজ করেন আক্রান্ত প্রৌঢ়ার ছেলে। বাড়িতে তাঁর অফিস রয়েছে। পরিবারের দাবি, গতকাল রাতে ছেলের অফিস ঘরেই শুয়েছিলেন প্রৌঢ়া। অভিযোগ, লুঠের উদ্দেশ্যে বাড়িতে ঢোকে স্থানীয় দুষ্কৃতী। প্রৌঢ়া বাধা দেওয়ায় তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে যায় বলে অভিযোগ। প্রৌঢ়ার চিত্কারে পরিবারের সদস্যরা ছুটে এলে ওই দুষ্কৃতী পালিয়ে যায়। পরে তাকে আটক করে কাঁকসা থানার পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম জয়ন্ত লোহার। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত বারোটা নাগাদ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিত্রের দায়িত্বে থাকা প্রশান্ত রুইদাস। এদিন তাঁর অফিস ঘরেই শুয়েছিলেন মা কল্পনা রুইদাস। তাঁর অভিযোগ, রাত যখন শুয়ে ছিলেন তখন আচমকা এক যুবক তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। গরম থাকায় দরজা খোলা রেখে ঘুমাচ্ছিলেন, সেই সুযোগে ওই যুবক ঘরে ঢোকে বলে জানান প্রৌঢ়া।
কল্পনা রুইদাস জানান, ওই অফিস ঘর দিয়েই মূল ঘরে ঢোকা যায়। সেখানেই থাকেন প্রশান্ত রুইদাস। সেই ঘরে ঢোকারও চেষ্টা চালায় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর চিৎকার করতে থাকেন ওই মহিলা। জানা গিয়েছে, তখনই ওই যুবক ঘরেই মোবাইল ফেলে বাইরে থেকে দরজা বন্ধ করে। মহিলাও ভেতরের দরজা বন্ধ করে দেয়। শনিবার সকালে ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ব্যাংক মিত্রের দায়িত্বে থাকা প্রশান্ত রুইদাস অভিযোগ করেন এলাকার যুবক জয়ন্ত লোহার এই কাজ করেছে। খবর দেওয়া হয় কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশকে। পুলিশ ধারালো অস্ত্র সহ অভিযুক্ত যুবককে আটক করে। কেন ওই যুবক রাতে ঘরে ঢুকেছিল? কী উদ্দেশ্য ছিল ওই যুবকের? পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।