CAA Rules: ভোটের আগেই দেশজুড়ে CAA কার্যকর, কীভাবে আবেদন করতে হবে?
CAA Rules Explained: ২০১৯ সালে ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হয় CAA বিল
কলকাতা: লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে কার্যকর হল CAA। বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন। আগামীকাল থেকে CAA নিয়ে আবেদন করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সিএএ নিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
CAA আবেদনের খুঁটিনাটি: আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে চার বছর পর কার্যকর হল CAA। কারা করতে পারবেন আবেদন? কীভাবে আবেদন করবেন? কোথায়ই বা করতে হবে আবেদন? CAA কার্যকর হতেই উঠছে এই প্রশ্নগুলি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অনলাইন পদ্ধতিতে করতে হবে আবেদন। নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে এই আবেদন করা যাবে।
Ministry of Home Affairs (MHA) will be notifying today, the Rules under the Citizenship (Amendment) Act, 2019 (CAA-2019). These rules, called the Citizenship (Amendment) Rules, 2024 will enable the persons eligible under CAA-2019 to apply for grant of Indian citizenship. (1/2)
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) March 11, 2024
কাদের জন্য নাগরিকত্ব?
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ,জৈন,শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সে ক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত।
কারা আবেদন করবেন?
২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে ৫ বছর বাস করলেই তাঁরা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন।
The Modi government today notified the Citizenship (Amendment) Rules, 2024.
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 11, 2024
These rules will now enable minorities persecuted on religious grounds in Pakistan, Bangladesh and Afghanistan to acquire citizenship in our nation.
With this notification PM Shri @narendramodi Ji has…
ফিরে দেখা ঘটনা প্রবাহ
২০১৯ সালে নির্বাচনী ইস্তেহারে CAA লাগুর প্রতিশ্রুতি দিয়েছিল BJP
১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে ২০১৯ সালে বিল পাস হয়
ওই বছরই ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হয় CAA বিল
যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ, দিল্লি সহ অন্যান্য শহরে CAA- বিরোধিতায় পথে নামেন সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলগুলি
করোনা পর্বে CAA চালু করা সম্ভব হয়নি
তবে গত কয়েক মাসে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের কথায় উঠে এসেছে CAA কার্যকরের বিষয়টি।
আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে চার বছর পর, লোকসভা নির্বাচনের আগেই CAA কার্যকর করল কেন্দ্র।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Narendra Modi: লোকসভা ভোটের আগে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? নজর গোটা দেশের