এক্সপ্লোর
Advertisement
দুধসাদা জাম্পস্যুটে সবুজ-সোনালি ভারতীয় ঘরানার বেল্ট, নজর কাড়ল মার্কিন ফার্স্ট লেডির পোশাক
সোমবার বিমান থেকে দুধ সাদা পোশাকে দেশের মাটিতে পা রাখেন তিনি। এই জাম্পস্যুট ঝটিতি নজর কেড়ে নেয় সকলের।
নয়াদিল্লি: ভারত ভ্রমণে ডোনাল্ড ট্রাম্প। তাঁর সফর ঘিরে উচ্ছ্বসিত নয়াদিল্লি। ট্রাম্প-মোদির পারস্পরিক প্রশংসা তো সকলের নজরে পড়েছেই, কিন্তু ফ্যাশনিস্তাদের নজর ছিল ট্রাম্প পত্মী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কার ফ্যাশন স্টেটমেন্টের দিকে।
সোমবার বিমান থেকে দুধ সাদা পোশাকে দেশের মাটিতে পা রাখেন মেলানিয়া। এই জাম্পস্যুট ঝটিতি নজর কেড়ে নেয় সকলের।
অ্যাটেলিয়ার কাইটো ফর হার্ভ পিয়ার-এর এই পোশাকের কাঁধের কাছের ডিজাইন ছিল নজরকাড়া। সঙ্গে ব্রোঞ্জ ও সবুজ রঙের মিশেলে সিল্কের বেল্ট!
সলিড কালারের জাম্প স্যুটে নজর কাড়ছিল ভারতীয় ঘরানার এই বেল্টটি। ইন্ডিয়ান টেক্সটাইলের কোমরের এই বেল্টটি ভারত সফরের কথা ভেবেই মনে হয় তৈরি করিয়েছেন আমেরিকার ফার্স্ট লেডি।
মাত্র ১৬ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন মোলানিয়া। ১৯৯৬ সালে চলে আসেন নিউ ইয়র্কে। ১৯৯৮ সালে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় হয় মেলানিয়ার। ট্রাম্পের সঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যেতে শুরু করে তাঁকে। ট্রাম্প এবং মেলানিয়ার প্রেম চর্চিত বিষয় হয়ে ওঠে।
ভারত সফরে মার্কিন ফার্স্ট লেডির পোশাক ও বেল্ট নিয়ে ইনস্টাগ্রামে বিস্তারিত লেখা হয়েছে ডিজাইনার হাউসের তরফে । তিনি লিখেছেন, প্যারিস থেকে এই ভারতীয় টেক্সটাইল সংগ্রহ করেছেন। সবুজ রঙের সিল্কে সোনালি বুনন নজর কেড়েছে সকলের।
সেই সঙ্গে মেলানিয়ার হেয়ারস্টাইল, অ্যাকসেসরিজ সবই ছিল চোখে পড়ার মতো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement