এক্সপ্লোর
সোনার দাম পড়ছে কেন? রেকর্ড বৃদ্ধি থেকে দাম কমল ৬,০০০ টাকা
শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ৬ সপ্তাহের সর্বনিম্ন, স্পট প্রাইস কমে গিয়ে দাঁড়িয়েছে আউন্স পিছু ১,৮৮৭.৩৫ টাকা।
কলকাতা: সোনার দাম কমে ১০ গ্রামে ৫০,০০০ টাকার নীচে নেমে গিয়েছে। এ নিয়ে পরপর তৃতীয় দিন এভাবে মন্দার মুখোমুখি হল সোনার বাজার। এমসিএক্সে সোনার দাম হয়েছে ৪৯,৬৬০ টাকা, দিনের সর্বনিম্ন। রুপোরও দাম কমেছে ৩ শতাংশের মত, হয়েছে ৫৯,৪২৯ টাকা প্রতি কেজি।
সোনার দামে এই পতনের কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধি ও মার্কিন আর্থিক প্যাকেজের অনিশ্চয়তাকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। এ বছর ৭ অগাস্ট দাম রেকর্ড ছুঁয়েছিল, ১০ গ্রামে ৫৬,২০০ টাকা টপকে গিয়েছিল সোনা। সেখান থেকে দাম এখন ১০ গ্রামে ৬,০০০ টাকার বেশি পড়ে গিয়েছে। এর কারণ হিসেবে মিলউড কানে ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা-সিইও নিশ ভাট বলছেন, সোনা হল আন্তর্জাতিক পণ্য, মার্কিন ডলারের দাম বাড়লে তা সোনার দামে প্রভাব ফেলে। তা ছাড়া বাজারের ঘুরে দাঁড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের প্যাকেজ ঘোষণা অত্যন্ত জরুরি, কারণ ফেড চেয়ারম্যান মার্কিন কংগ্রেসে জানিয়েছেন, বৃদ্ধির হার ধরে রাখতে সরকারকে আরও খরচ করতে হবে।
আরও ঠিক করে বলতে গেলে, মার্কিন প্যাকেজ সম্পর্কে নিশ্চয়তা, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ এবং একটি কার্যকর টিকা সোনার দাম নিয়ন্ত্রণ করতে পারে। নিশ বলেছেন।
শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ৬ সপ্তাহের সর্বনিম্ন, স্পট প্রাইস কমে গিয়ে দাঁড়িয়েছে আউন্স পিছু ১,৮৮৭.৩৫ টাকা।
ইতিবাচক মার্কিন আর্থিক ডেটা ও ইউরোপে করোনার ফের সংক্রমণ নিয়ে উদ্বেগের জেরে ডলারের দাম এখন গত ৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, ডলারের তুলনায় সোনা রুপোর চাহিদা বাজারে কমেছে।
সোনার মত নতর্জাতিক বাজারে রুপোর দামও ৩.৩ শতাংশ কমে ২৩.৬২ ডলার হয়েছে প্রতি আউন্স, যা গত ২ মাসে সর্বনিম্ন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement