‘কেন চালু হল না আয়ুষ্মান’, প্রশ্ন রাজ্যপালের, রাজনৈতিক দলের সদস্যদের মতো কথা বলছেন, পাল্টা মুখ্যমন্ত্রী
কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। আর তা নিয়েও কি দানা বাধছে রাজ্য-রাজভবন সংঘাত?
![‘কেন চালু হল না আয়ুষ্মান’, প্রশ্ন রাজ্যপালের, রাজনৈতিক দলের সদস্যদের মতো কথা বলছেন, পাল্টা মুখ্যমন্ত্রী Why Ayushman Bharat is not applied in Bengal, conflict between Governor and Chief Minister ‘কেন চালু হল না আয়ুষ্মান’, প্রশ্ন রাজ্যপালের, রাজনৈতিক দলের সদস্যদের মতো কথা বলছেন, পাল্টা মুখ্যমন্ত্রী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/07181454/web-11am-governor-vot-still-071119.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। আর তা নিয়েও কি দানা বাধছে রাজ্য-রাজভবন সংঘাত?
রাজ্যে ‘ব্রাত্য’ মোদি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজ্যপালের জোরাল সওয়ালের পর পর বিভিন্ন মহলে উঠছে এই প্রশ্ন। বৃহস্পতিবার কলকাতায় মেডিক্যাল থিসিসিস্টদের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে সেই মঞ্চ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের পক্ষে জোরাল সওয়াল করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
“বুঝতে পারছি না, বিশ্বব্যাপী সমাদৃত এই প্রকল্প, যা বাংলার প্রচুর মানুষের উপকার করতে পারে, সেই প্রকল্প সেটা এখানে চালু হল না”, প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। মোদি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু করেনি তৃণমূল সরকার। এর জন্য সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাঁর। এই প্রসঙ্গেই পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। এমনকি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যপাল সরাসরি রাজনৈতিক দলের সদস্য হিসেবে কথা বলছেন।
রাজ্যপালের সঙ্গে রাজভবনের নবান্নের সংঘাত নতুন নয়। শাসকদলের একাধিক নেতার প্রায় প্রতিনিয়ত রাজ্যপালের সঙ্গে সংঘাত লেগেই রয়েছে। রাজ্যপাল বলছেন। শাসক নেতারা উত্তর দিচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বরাবরই নীরব ছিলেন। আজ আগল ভেঙে রাজ্যপাল সম্পর্কে আক্রমণ শানালেন তিনিও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)