Rahul Gandhi on Vaccination: "কেন প্রত্যেক ভারতীয়কে দুটি করে ভ্যাকসিনের ডোজ দেওয়া গেল না?'' বর্ষশেষে কেন্দ্রকে আক্রমণ রাহুলের
Covid19 Vaccination: কেন্দ্রের তরফে একাধিকবার দাবি করা হয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রাপ্তবয়স্কদের টিাককরণ সম্পূর্ণ হবে। গত ২১ অক্টোবর ১০০ কোটি ভ্যাকসিনেশন (100 Cr. Vaccination) সম্পন্ন হয়েছে।
নয়াদিল্লি: বছরের শেষ দিনে প্রতিশ্রুতিমতো কেন প্রত্যেক ভারতীয়কে দুটি করে ভ্যাকসিনের (Vaccination) ডোজ দেওয়া গেল না? এই প্রশ্ন তুলে ট্যুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। তিনি ট্যুইটারে লেখেন, "কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, প্রত্যেক ভারতীয়কে ২০২১-এর মধ্যেই ২টি করে করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। আজ বছরের শেষ দিন। দেশে এখনও ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি। আরও এক আশ্বাসের অপমৃত্যু।''
<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">केंद्र सरकार का वादा था कि #2021 के अंत तक सबको दोनों डोज़ वैक्सीन लगाएँगे।<br><br>आज साल का अंत है- <br>देश अब भी वैक्सीन से दूर, <br>एक और जुमला चकनाचूर!<a href="https://twitter.com/hashtag/VaccinateIndia?src=hash&ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#VaccinateIndia</a> <a href="https://t.co/9uL0NwIwQc" rel='nofollow'>pic.twitter.com/9uL0NwIwQc</a></p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1476785415868854288?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>December 31, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
চলতি বছরের শুরুতে ঘোষণা করা দুটি টিকাকে ছাড়পত্র দেয় কেন্দ্র। প্রাথমিকভাবে ১৬ জানুয়ারি থেকে শুরু হয় ভ্যাকসিনেশন। স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হয় প্রথমে। এরপর ধাপে ধাপে ৫০ ঊর্ধ্ব থেকে ১৮ উর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। দিনকয়েক আগে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন জানুয়ারি ২০২২ থেকে শুরু হবে বলে ঘোষণা করে কেন্দ্র। এদিকে কেন্দ্রের তরফে একাধিকবার দাবি করা হয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রাপ্তবয়স্কদের টিাককরণ সম্পূর্ণ হবে। সেই প্রসঙ্গ তুলেই এবার কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গাঁধী।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ১০০ কোটি ভ্যাকসিনেশন (100 Cr. Vaccination) সম্পন্ন হয়েছে। ৯ মাসের ১০০ কোটি ভ্যাকসিনেশনের মাইলস্টোন ছুঁয়েছে ভারত। এপর্যন্ত ৭৫ শতাংশ পূর্ণবয়স্ক ব্যক্তি প্রথম ডোজ পেয়েছেন। ৩০ শতাংশের দুটি ডোজই সম্পূর্ণ। এই দাবি করে দেশবাসীকে সাফল্যও উৎসর্গ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। যা নিয়ে আগেই আক্রমণ করেছেন বিরোধীরা। আর এরপরই কেন্দ্রের টিকা প্যানেলের প্রধান এন কে আরোরা সংবাদমাধ্যমকে জানান ১০০ কোটি টিকা দিতে সময় লাগলেও পরবর্তী ১০০ কোটি টিকাকরণ হবে তিন-চার মাসের মধ্যে।
আরও পড়ুন: India Corona Update: ওমিক্রন আতঙ্কের মাঝে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, দেশে একদিনে মৃত্যু ২২০ জনের