এক্সপ্লোর
ফের যোগীর উত্তরপ্রদেশ, মেয়েদের যৌন হেনস্থায় বাধা, অভিযুক্তদের মারে মৃত মা
নিহত মহিলার পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগনামায় দাবি করা হয়েছে, ওই চারজন তাঁদের বাড়ির অল্পবয়সী মেয়েদের যেখানে সেখানে উত্য়ক্ত করছিল, যাতে প্রাণপণে বাধা দিয়ে যাচ্ছিলেন ওদের মা সেবতী দেবী।
![ফের যোগীর উত্তরপ্রদেশ, মেয়েদের যৌন হেনস্থায় বাধা, অভিযুক্তদের মারে মৃত মা Woman beaten to death in UPs Muzaffarnagar for standing up against sexual harassment of daughters ফের যোগীর উত্তরপ্রদেশ, মেয়েদের যৌন হেনস্থায় বাধা, অভিযুক্তদের মারে মৃত মা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/16192937/rape-photo_5eff173618949.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুজফফরনগর: ধর্ষণ, নারী নিগ্রহের বিরাম নেই উত্তরপ্রদেশে। প্রতিদিনই যোগী আদিত্যনাথের রাজ্যের কোথাও না কোথাও ধর্ষণ, শ্লীলতাহানি হয়েই চলেছে। এবার শিউরে ওঠার মতো এমন আরও এক ঘটনার সাক্ষী রইল মুজফফরনগর। সেখানে নিজের মেয়েদের যৌন হেনস্থার চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রহারে মৃত্যু হল এক মহিলার। ৫৫ বছর বয়সি মহিলাকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ, গোপী, বীরেন্দ্র ও রাজেশের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সকলেই পলাতক। তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ। এ ঘটনা জেলার মানসুরপুর থানার নারা গ্রামের।
নিহত মহিলার পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগনামায় দাবি করা হয়েছে, ওই চারজন তাঁদের বাড়ির অল্পবয়সী মেয়েদের যেখানে সেখানে উত্য়ক্ত করছিল, যাতে প্রাণপণে বাধা দিয়ে যাচ্ছিলেন ওদের মা সেবতী দেবী। সোমবার বিকালে চার অভিযুক্ত তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁর ওপর হামলা করে। প্রচণ্ড মারধরে জখম সেবতীকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। সেবতীর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্তদের ধরতে তাদের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু কাউকেই পাওয়া যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)