এক্সপ্লোর
ওয়াশিং মেশিনে কেচে ফেলা ‘জামা’টা আসলে অজগর, চক্ষু চড়কগাছ মহিলার
ফ্লোরিডায় অজগরের উৎপাত প্রায় নিত্যদিনের ঘটনা।
ফ্লোরিডা: ওয়াশিং মেশিনে ওটা কী?
প্রথমে বিশেষ কিছু বোঝেননি এমিলি, ভেবেছিলেন, সাপের মত ডিজাইন করা জামা। তারপর তুলতে গিয়ে দেখেন, জামা নয়, আস্ত একটা অজগর।
যাঁরা ফ্যাশন সচেতন, তাঁদের কাছে সাপের চামড়ার ডিজাইনের জিনিসপত্র অত্যন্ত স্বাভাবিক একটা জিনিস। ব্যাগই হোক বা ক্লাচ, স্কার্ফ বা জুতো- সাপের ছাপ থাকে সবেতেই। আবার পোশাকেও সাপের চামড়ার ডিজাইন নতুন কিছু নয়। এতটাই বাস্তবের সাপের গায়ের সঙ্গে মিল থাকে সে সব জামাকাপড়ের, যে একটু দূর থেকে দেখলে গুলিয়ে যেতেই পারে। ঠিক এমনটাই ঘটেছে আমেরিকার ফ্লোরিডার এমিলি ভিসনিকের সঙ্গে।
এমিলি থাকেন ওয়েস্ট পাম বিচে। ওয়াশিং মেশিন থেকে কাচা জামাকাপড় বার করছিলেন তিনি। সাপের ছাপ দেওয়া একটা জামা তুলতে গিয়ে তিনি দেখেন, সেটা জামা নয়, অজগর। মুহূর্তের মধ্যে সাপটাকে ওয়াশিং মেশিনে ছুঁড়ে দেন তিনি। তাঁদের বহুতল দেখাশোনার কাজ যাঁরা করেন, তাঁদের ডাকেন সাপটা বার করতে। তিনি বলেছেন, তাঁর কোনও ধারণাই নেই, অজগর কীভাবে তাঁর ওয়াশিং মেশিনে ঢুকল।
ফ্লোরিডায় অজগরের উৎপাত প্রায় নিত্যদিনের ঘটনা। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন কমিশন জানিয়েছে, বার্মিজ পাইথনের অস্বাভাবিক হারে সংখ্যাবৃদ্ধির ফলে আঞ্চলিক জীবজন্তুর অস্তিত্ব সংকটে পড়েছে। তাই এখান থেকে যতগুলি সম্ভব পাইথন সরানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
এর আগে থাইল্যান্ড থেকে আসা এক মহিলার বাথরুমে লুকিয়ে ছিল অজগর। দেখতে পেয়েই তিনি সেটি দু’হাতে চেপে ধরেন। পাল্টা সাপও পাকে পাকে জড়িয়ে ধরে তাঁর হাত কিন্তু অত চাপেও তিনি ছাড়েননি। তাঁর জানুতে সাপটি কামড়েও দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement