এক্সপ্লোর
Advertisement
করোনার টিকা আবিষ্কার হলেই স্বাভাবিক হবে পৃথিবী, বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব
'করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হলে পৃথিবী কখনই আগের অবস্থায় ফিরতে পারবে না।' মন্তব্য রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেসের। বৃহস্পতিবার ৫০ টিরও বেশি আফ্রিকার সদস্য দেশের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন মহাসচিব।
নয়াদিল্লি: 'করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হলে পৃথিবী কখনই আগের অবস্থায় ফিরতে পারবে না।' মন্তব্য রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেসের। বৃহস্পতিবার ৫০ টিরও বেশি আফ্রিকার সদস্য দেশের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন মহাসচিব।
মারণ ভাইরাসের প্রকোপে কাবু গোটা বিশ্ব। বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও। ঘোর অর্থনৈতিক সংকটের কথা ভেবে চিন্তায় বিভিন্ন রাষ্ট্রনেতারাও। এখনও পর্যন্ত কোনও সঠিক টিকা আবিষ্কার না হওয়ার ফলে ক্রমশই অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াচ্ছে কোভিড ১৯। দেশে দেশে অব্যাহত করোনা আক্রান্তের মৃত্যুমিছিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই প্রেক্ষাপটে গুয়েতেরেস বলেছেন, একমাত্র একটি সুরক্ষিত ও উপযুক্ত করোনাভাইরাসের টিকাই পারে পৃথিবীকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে। করোনার টিকা আবিষ্কার হলেই সম্ভব এই মৃত্যুমিছিল ও অর্থনীতিতে ধস বন্ধ করা,'। আরও বলেন, এই টিকা আবিষ্কার হলে সেটা হবে একটি 'বিশ্বব্যাপী উপকার' যা এই অতিমারীর প্রকোপ কমাতে সাহায্য করবে।
এ বছরেরই করোনা ভাইরাসের টিকার আবিষ্কার নিয়ে আশাবাদী গুয়েতেরেস বলেন, আমাদের চেষ্টা করতে হবে যাতে আন্তর্জাতিক অংশীদাররা সুসংহত পদ্ধতি গ্রহণ করে, এতে করোনাভাইসের টিকা আবিষ্কারের গবেষণার গতি বৃদ্ধি পেতে পারে।
মহাসচিব আরও বলেন, করোনা অতিমারীর মোকাবিলার জন্য ২ বিলিয়ন ডলারের আবেদন করেছিলেন তিনি। ইতিমধ্যেই তার ২০ শতাংশ বেশি অর্থ এসেছে।
অতিমারীর মোকাবিলায় উগান্ডা সহ বেশ কিছু দেশের মানবিক পদক্ষেপের এদিন প্রশংসা করেন মহাসচিব। কর জমা দেওয়ার সময় বৃদ্ধি করে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উগান্ডা সরকার। নামিবিয়াতে সরকারের তরফে চাকরি হারানো শ্রমিকদের দেওয়া হচ্ছে খাদ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement