এক্সপ্লোর
স্কুল হস্টেলে আগুন, তাইল্যান্ডে পুডে মারা গেল ১৮টি মেয়ে

ব্যাঙ্কক: তাইল্যান্ডের একটি বেসরকারি স্কুলের হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১৮ পড়ুয়ার। স্থানীয় সময় রবিবার রাত ১১টা। তাইল্যান্ডের উত্তর চিয়াঙ্গ রাই প্রদেশের একটি বেসরকারি স্কুলের হস্টেলে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ৫ থেকে ১২ বছর বয়সী ৩৮ জন ছাত্রী। হঠাত্ই হস্টেলের দোতলায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা হস্টেলে। ঘুমিয়ে থাকায় ছাত্রীরা বেরোতে পারেনি কেউ। খবর পেয়েই ছুটে আসে দমকল। কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা গেলেও ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় অন্তত ১৮ পড়ুয়া। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে তাইল্যান্ডের সায়েন্টিফিক ক্রাইম ডিটেকশন ডিভিশন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















