আমেরিকায় বন্দুকবাজের জোড়া হামলা, নিহত ৩০, নিন্দা ট্রাম্পের
ঘটনাকে তিনি ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। বলেন, নিরীহ মানুষের হত্যা কখনই মেনে নেওয়া যায় না।
ওয়াশিংটন ও হিউস্টন: ২৪-ঘণ্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজ হানার জোড়া ঘটনায় নিহত ৩০। আহত বহু। প্রথম ঘটনাটি ঘটে শনিবার সকালে। টেক্সাসের এল পাসো শহরের একটি শপিং মলে হামলা চালায় বন্দুকবাজ। ২১ বছরের এক যুবক হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করলে মৃত্যু হয় ২০ জনের। আহত অন্তত ২৬ জন। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই হামলার রেশ কাটতে না কাটতে ফের আরেকটি হামলার খবর সামনে আসে। রবিবার ভোরে ওরেগন জেলার ডেটন অঞ্চলের ওহায়ো শহরে বন্দুকবাজের হামলায় ১০ জন মারা যান। নিহতদের তালিকায় রয়েছে হামলাকারীও। আহত হয়েছেন ১৬ জন। পরে, পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীরও।
টেক্সাস পুলিশ জানিয়েছে, শনিবার হওয়ায় ওই শপিং মলে প্রচুর মানুষের জমায়েত ছিল। মূলত, ছুটির দিনে সকলেই মলে কেনাকাটা, ঘোরার জন্য ভিড় করেছিলেন। তার মধ্যেই আচমকা এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে হামলাকারী। এল পাসোর হামলার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাকে তিনি ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। বলেন, নিরীহ মানুষের হত্যা কখনই মেনে নেওয়া যায় না।