এক্সপ্লোর
Advertisement
একসঙ্গে পার্টি, পুরুষ-মহিলা পড়ুয়াদের প্রত্যেককে ৯৯ ঘা বেত ইরানে
তেহরান: স্নাতক ডিগ্রি পাওয়ার আনন্দে ইরানে একসঙ্গে পার্টি ছেলেমেয়েদের। কিন্তু এজন্য তাদের সাজা পেতে হল!
ইরানি মিডিয়ার খবর, সম্প্রতি ইসলামিয় দেশটির নৈতিকতা-বিধি ভাঙার দায়ে ৯৯ ঘা বেত মারা হয়েছে ৩০ জনের বেশি পড়ুয়ার প্রত্যেককে। কাজভিনের কাছে একটি ভিলায় প্রচুর সংখ্যক ছেলে-মেয়ের পার্টিতে সামিল হওয়ার খবর পাওয়ার পর সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় শহরের প্রসিকিউটর জেনারেল ইসমাইল সাদেঘি নিয়ারাকিকে উদ্ধৃত করে জানায় ‘মিজানঅনলাইন’।
তিনি বলেছেন, পড়ুয়াদের বিচার করে প্রত্যেককে ৯৯ ঘা বেত মারার সাজা দেওয়া হয়। নীতি-পুলিশ এক মূহূর্ত দেরি না করে তখনই সেই সাজার নির্দেশ কার্যকর করে যাতে ভবিষ্যতে সামাজিক রীতি লঙ্ঘনের চেষ্টা করার কী ভয়ঙ্কর পরিণাম হতে পারে, সে ব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া যায়। তিনি দাবি করেন, গ্রেফতার হওয়া ওই ছেলে-মেয়েরা অর্ধনগ্ন অবস্থায় ছিল, মদ খেয়ে অশালীন আচরণও করে। এতে জনমানসে প্রতিক্রিয়া হয়।
তিনি এও বলেন, ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ওদের জেরা, তদন্ত ও বিচার করে সাজা ঘোষণা ও কার্যকর করা গিয়েছে, এটা বড় কথা।
প্রসঙ্গত, ইরানে ছেলে ও মেয়েদের একসঙ্গে নাচ নিষিদ্ধ, বিশেষত যদি সেই মেয়েরা ইসলামি রীতি মেনে পর্দানসীন না থাকে। মদেও নিষেধাজ্ঞা রয়েছে।
কোনও রেস্তোরাঁ বা কেটারিং হল ছেলে-মেয়ের যৌথ নৃত্যের অনুষ্ঠান করতে দিলে বা মদ পরিবেশন করলে তা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নিয়ারাকি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement