Afghanistan Crisis : পঞ্জশির দখলের মরিয়া চেষ্টা তালিবানের, তীব্র হয়েছে সংঘর্ষ, 'অন্তত ৩৫০ 'তালিবান নিহত'
মঙ্গলবার রাত থেকেই পঞ্জশিরে দফায় দফায় সংঘর্ষ চলছে তালিবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের। জবল সারাজ, খাওয়াক পঞ্জশির এবং আন্দারাবে জোরদার হয়েছে লড়াই
নয়াদিল্লি : ক্রমেই তীব্র হচ্ছে সংঘর্ষ। মার্কিন সেনা ফিরে যেতে ক্রমেই পঞ্জশির (Panjshir) দখলের চেষ্টায় মরিয়া হচ্ছে তালিবান। চলছে প্রবল লড়াই। জানা যাচ্ছে, অন্তত ৩৫০ তালিবান (Taliban)নিহত হয়েছে।
মার্কিন সেনা কাবুল (Kabul )ছাড়ার পর পঞ্জশির ছাড়া বাকি আফগানিস্তান (Afghanistan)দখল করে নিয়েছে তালিবান। কিন্তু কিছুতেই ওই প্রদেশ দখলে আনতে পারছে না তারা। তাই এবার পঞ্জশির-আন্দরাব সীমানায় তালিবানের সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্সের সংঘর্ষ আরও তীব্র হয়েছে। জানা যাচ্ছে, অন্তত ৩৫০ জন তালিবান নিহত হয়েছে সংঘর্ষে। ৪০ জনকে বন্দি করে রাখার দাবি করেছে নর্দান অ্যালায়েন্সে।
মঙ্গলবার রাত থেকেই পঞ্জশিরে দফায় দফায় সংঘর্ষ চলছে তালিবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের। জবল সারাজ, খাওয়াক পঞ্জশির এবং আন্দারাবে জোরদার হয়েছে লড়াই। এর আগেই পঞ্জশিরে ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় তালিবান। আমেরিকার সেনা কাবুল ছাড়ার পর পঞ্জশির দখলে আরও উত্সাহী হয়েছে তালিবান। সূত্রের খবর, সোমবারই পঞ্চশিরের একটি আউটপোস্ট আক্রমণ করে তালিবান। কিন্তু নর্দার্ন অ্যালায়েন্সের দাবি, সেই আক্রমণ প্রতিহত করা হয়েছে। আফগানিস্তানে একমাত্র পঞ্জশির প্রদেশই তালিবানের হাতের বাইরে রয়েছে।
আরও পড়ুন: তালিবানদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক ভারতের, নাগরিকদের সুরক্ষা নিয়ে আলোচনা
পঞ্জশিরে লড়াই প্রবল
পঞ্জশির। পাঁচ সিংহের উপত্যকা। আফগানিস্তানের এই প্রদেশের দখল নিতে এখন মরিয়া তালিবান। অন্যদিকে, হার না মানা ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট। পঞ্জশিরে ঢোকা অত সহজ নয়! কারণ পঞ্জশির এলাকাটি চারদিক থেকে পর্বতে ঘেরা! আর ঠিক মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পঞ্জশির নদী। এই নদীর পেরিয়েই সেখানে একমাত্র ঢোকা সম্ভব। আর সেই চেষ্টা করতে গিয়েই প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তালিবান। জানা গেছে, তালিবানকে রুখতে অস্ত্র হাতে তুলে নিয়েছে কিশোররাও। তালিবানের হাত থেকে রক্ষা করতে পঞ্জশিরে প্রবেশ পথের প্রতিটি কোণায় চলছে কড়া নজরদারি।
আহমেদ মাসুদকে হত্যার ছক
পঞ্জশিরে তালিবান-বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদকে হত্যার ছক। তাজিকিস্তানের আফগান রাষ্ট্রদূতের দাবি, তালিবানের হাতে খুন হতে পারেন পঞ্জশিরে তালিবান-বিরোধী যুদ্ধের নেতা মাসুদ। যে কোনও উপায়ে হিন্দুকুশ পর্বতের কোলে পঞ্জশির উপত্যকা দখল করতে মরিয়া তালিবান। আহমেদ মাসুদ আগেই জানিয়েছিলেন, তালিবান শাসনে আফগানিস্তানে সব পক্ষকে নিয়ে সরকার গঠন হলে এবং প্রতিশ্রুতি মতো সমানাধিকার প্রতিষ্ঠিত হলে তিনি যুদ্ধে ইতি টানবেন।
আইএস খোরাসানকে হুঁশিয়ারি দিল পেন্টাগন
অন্যদিকে, মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেও, প্রয়োজনে সেখানে ফের ড্রোন হামলা চালানো হবে। আইএস খোরাসানকে হুঁশিয়ারি দিল পেন্টাগন। কাবুল হামলায় ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর ঘটনা স্মরণ করে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনও ধরনের হামলার মোকাবিলা করা হবে। আইএস খোরাসানকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি, তোমাদের শিক্ষা দেওয়া এখনও শেষ হয়নি। যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের খুঁজে বের করে আমরা মারব, এর জন্য তোমাদের চরম মূল্য চোকাতে হবে।