এক্সপ্লোর
মিশিগানে আদালত চত্বরে বন্দুকবাজের হানা, মৃত ২, পাল্টা গুলিতে মৃত্যু আততায়ীর

মিশিগান: ফের আমেরিকায় বন্দুকবাজের হানা। মিশিগানে আদালত চত্বরের বাইরে চলল গুলি। ২ আদালতকর্মীর মৃত্যু। আহত আরও কয়েকজন। সোমবার বিকেলে সেন্ট জোসেফে বেরিয়েন কাউন্টি আদালতের বাইরে গুলি চলে। ২ জন আদালতকর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন শেরিফের সহকারি-সহ বেশ কয়েকজন। পাল্টা গুলি চালায় পুলিশও। শেরিফ পল বেইলির দাবি, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সন্দেহভাজন আততায়ীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মিশিগানের ওই এলাকা আপাতত বিপন্নমুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















