ফের জঙ্গি হামলার আতঙ্কে কাঁপল আমেরিকা, মৃত ৮, জখম ১১, গ্রেফতার হামলাকারী
নিউইয়র্ক: ফের জঙ্গিহানায় রক্তাক্ত আমেরিকা। লাস ভেগাসের পর এবার সন্ত্রাসবাদী হামলা নিউ ইয়র্কে। মঙ্গলবার লোয়ার ম্যানহাটনে ট্রাকের চাকায় পথচারীদের পিষে মারল এক দুষ্কৃতী। হামলায় প্রাণ গিয়েছে ৮ জনের। গুরুতর জখম অন্তত ১১ জন। পুলিশের গুলিতে আহত হয়েছে হামলাকারী। পুলিশ সূত্রে খবর, এক হামলাকারী ট্রাক নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়ালের কাছে লোয়ার ম্যানহাটনের ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে। পথচারী ও সাইকেল আরোহীদের উপরে ট্রাক চালিয়ে দেয় সে। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় আটজনের। হামলার পর আততায়ী পালানোর চেষ্টা করে। তখন পুলিশের গুলিতে আহত হয় সে। পুলিশ সূত্রে খবর, ২৯ বছর বয়সী ওই জঙ্গির নাম সইফুল্লো সাইপভ। সে উজবেকিস্তান থেকে অবৈধভাবে আমেরিকায় ঢুকেছিল। তার বাড়ি থেকে তল্লাশিতে আইসিসের নথি মিলেছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, ট্রাকটি ভাড়া নিয়েছিল ওই জঙ্গি। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন “মনে হচ্ছে এটা আরও এক অসুস্থ এবং ভয়ানক ব্যক্তির হামলা। পুলিশ কড়া নজর রাখছে। আমেরিকায় আর (হামলা) নয়!”
ভিডিওতে দেখুন সেই হামলার ঘটনাটি