এক্সপ্লোর
Advertisement
লাদেনের ছেলে আল কায়েদা নেতৃত্বের উত্তরাধিকারী হামজা নিহত, জানাল মার্কিন মিডিয়া, মন্তব্যে নারাজ ট্রাম্প
দুটি রিপোর্টেরই ইঙ্গিত, ২০১৯ এর ফেব্রুয়ারিতে মার্কিন বিদেশ দপ্তরের হামজার ১০ লক্ষ মার্কিন ডলার মাথার দাম ঘোষণার অনেক আগেই মারা গিয়ে থাকতে পারে সে। হামজা আল কায়েদা গোষ্ঠীর নেতা হিসাবে উঠে আসছে বলে মাথার দাম ঘোষণার সময় বলেছিল তারা।
ওয়াশিংটন: ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন নিহত। লাদেনের হাতে গড়া আল কায়েদার নেতৃত্বের উত্তরাধিকারী বাছাই করা হয়েছিল হামজাকে। এনবিসি নিউজ হামজার মৃত্যুর খবর পাওয়ার খবর নিশ্চিত করেও কবে, কখন তা হয়েছে, জানায়নি। নিউ ইয়র্ক টাইমস দুজন উচ্চপদস্থ মার্কিন কর্তাকে উদ্ধৃত করে গত দু বছরের মধ্যে আমেরিকা জড়িত ছিল, এমন কোনও এক অভিযানে হামজার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এ নিয়ে প্রশ্ন করা হলে স্বীকার বা অস্বীকার কোনওটাই না করে বলেন, আমি এনিয়ে কিছু বলব না।
দুটি রিপোর্টেরই ইঙ্গিত, ২০১৯ এর ফেব্রুয়ারিতে মার্কিন বিদেশ দপ্তরের হামজার ১০ লক্ষ মার্কিন ডলার মাথার দাম ঘোষণার অনেক আগেই মারা গিয়ে থাকতে পারে সে। হামজা আল কায়েদা গোষ্ঠীর নেতা হিসাবে উঠে আসছে বলে মাথার দাম ঘোষণার সময় বলেছিল তারা। লাদেনের ২০টি সন্তানের মধ্যে ১৫ নম্বর বছর তিরিশের হামজা, তার তৃতীয় স্ত্রীর সন্তান। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছিল, কখনও কখনও সে জিহাদের যুবরাজ তকমা পেয়েছে, আমেরিকা ও অন্যান্য দেশের ওপর, বিশেষ করে ২০১১-র মে মাসে পাকিস্তানে মার্কিন বাহিনীর হাতে বাবার হত্যার বদলা নিতে, হামলার ডাক দিয়ে অডিও, ভিডিও বার্তাও দিয়েছে।
লাদেনের অ্যাবোটাবাদের ডেরায় অভিযানে উদ্ধার হওয়া নথি থেকে ইঙ্গিত মিলেছিল যে, তাকে আল কায়েদার পরবর্তী নেতা হিসাবে তৈরি করা হচ্ছিল। মার্কিন বাহিনী হামজার এক সিনিয়র আল কায়েদা নেতার মেয়ের সঙ্গে বিয়ের একটি ভিডিও পেয়েছিল সেখানে। সম্ভবত ইরানে সেই বিয়ে হয়েছিল।
হামজা কখন, কোথায়, তা নির্দিষ্ট ভাবে কখনও চিহ্নিত হয়নি। ইরানে সে গৃহবন্দি বলে মনে করা হলেও বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত ছিল যে, সে আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়াতেও অনেকটা সময় কাটিয়েছে।
২০০১ এর ১১ সেপ্টেম্বর আমেরিকা কাঁপানো সন্ত্রাসের পিছনে থাকা কট্টর ইসলামি সংগঠন হিসাবে আল কায়েদার প্রভাব-প্রতিপত্তি ধীরে ধীরে এক দশকে অনেকটা ফিকে হয়ে আসছিল ইসলামিক স্টেটের উত্থানে। যদিও আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া ও অন্যত্র ডালপালা মেলা নানা জিহাদি গোষ্ঠীর মধ্যে তাদের অস্তিত্ব বজায় ছিল।
সন্ত্রাসবাদীদের গতিবিধির ওপর নজরদারি চালানো ‘সাইট’ গোয়েন্দা গোষ্ঠীর শীর্ষ প্রতিনিধি রিটা কাটজের মত, শুধুমাত্র ওসামার ছেলে বলেই হামজাকে নিশানা করা হয়নি। সে ছিল পশ্চিমি দুনিয়ার ওপর হামলার ডাক দেওয়া, নির্দেশাবলী দেওয়া আল কায়েদার সবচেয়ে সরব অংশের একজন। আল কায়েদার সহায়তায় বিশ্বব্যাপী জেহাদি আন্দোলনের নেতৃত্ব দিতে সে নিজের জায়গা পাকা করছিল। তাকে বিশ্বজুড়ে জিহাদে ঐক্য গড়তে সক্ষম ভবিষ্যতের নেতা হিসাবে দেখা হচ্ছিল। তাই সত্যিই তার মৃত্যু হলে তা হবে জেহাদে বড় ধাক্কা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement