Omicron Vaccine: ওমিক্রনকে ঠেকাতে পারে ভ্যাক্সজেভরিয়ার বুস্টার ডোজ, দাবি অ্যাস্ট্রাজেনেকার
Omicron Vaccine: ওমিক্রনের প্রকোপে গোটা বিশ্বে যে ভাবে হু হু করে সংক্রমণ বেড়ে চলেছে, তা ঠেকাতে বুস্টার ডোজ হিসেবে ‘ভ্যাক্সজেভরিয়া’র কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল অ্যাস্ট্রাজেনেকা।
কেমব্রিজ: অতি সংক্রামক ওমিক্রনের (COVID Variant Omicron) বিরুদ্ধে তাদের তৈরি টিকা সবচেয়ে বেশি কার্যকর বলে এ বার দাবি করল ব্রিটিশ-সুইডিশ ওষুধপ্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)। তাদের দাবি, করোনার বিরুদ্ধে তৃতীয় টিকা (Third Booster Dose) হিসেবে তাদের তৈরি ‘ভ্যাক্সজেভরিয়া’ (Vaxzevria) টিকা শরীরে ওমিক্রনের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরী অ্যান্ডিবডি তৈরি করতে পারে। শুধু ওমিক্রনই নয়, নোভেল করোনাভাইরাসের (Novel Coronavirus) বিটা, আলফা, গামা, ডেল্টা রূপের বিরুদ্ধেও ‘ভ্যাক্সজেভরিয়া’ সমান কার্যকরী বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
ওমিক্রনের প্রকোপে গোটা বিশ্বে যে ভাবে হু হু করে সংক্রমণ বেড়ে চলেছে, তা ঠেকাতে বুস্টার ডোজ বা তৃতীয় টিকা হিসেবে ‘ভ্যাক্সজেভরিয়া’র কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল অ্যাস্ট্রাজেনেকা। রোগীর শরীরের পক্ষে এই তৃতীয় টিকা কতটা নিরাপদ এবং কত বেশি প্রতিরধ গড়ে তুলতে পারে, তার পরীক্ষামূলক প্রয়োগ চলছিল। বৃহস্পতিবার তার প্রাথমিক রিপোর্ট সামনে এনেছে তারা। তাতে বলা হয়েছে, করোনার বিরুদ্ধে যাঁরা ‘ভ্যাক্সজেভরিয়া’ এবং এমআরএনএ (MRNA) টিকা নিয়েছিলেন, তাঁদের শরীরেই এই বুস্টার ডোজের কার্যকারিতা সবচেয়ে বেশি।
আরও পড়ুন: Prayagraj : মাঘ মেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৫১, লক্ষ-লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা
উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়েই ভারতে কোভিশিল্ড (Covishield) টিকা আনা হয়েছে। তাই ভারতে কোভিশিল্ডপ্রাপ্তদের শরীরে সংস্থার তৃতীয় টিকা ওমিক্রনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তুলবে বলে মনে করছেন গবেষকরা। একই সঙ্গে মডার্নার তৈরি টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের ক্ষেত্রেও তৃতীয় টিকা কার্যকরী বলে দাবি তাঁদের। ওমিক্রনের বিরুদ্ধে যাতে তাদের তৈরি টিকাকে বুস্টার ডোজ বা তৃতীয় টিকা হিসেবে ব্যবহার করা হয়, তার জন্য খুব শীঘ্র বিভিন্ন দেশের কাছে পরীক্ষার ফলাফল জমা দিতে চলেছে অ্যাস্ট্রাজেনেকা।
অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান অ্যান্ড্রু পোলার্ডের কথায়, ‘‘পরীক্ষার ফলাফল অনুযায়ী, আমাদের তৈরি দু’টি টিকা বা এমআরএনএ টিকা নেওয়ার পর ভ্যাক্সজেভরিয়ার তৃতীয় ডোজ কোভিডের বিরুদ্ধে শরীরে মজবুত প্রতিরোধ গড়ে তোলে।’’ এর আগে, ডিসেম্বর মাসে ব্রিটেনে অন্য একটি পরীক্ষাতেও অ্যাস্ট্রাজেনেকের তৈরি তৃতীয় টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে উঠে আসে। যদিও মডার্না এবং ফাইজারের তৈরি টিকা বুস্টার ডোজ বা তৃতীয় টিকা হিসেবে দেওয়া হলে দ্রুত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বলে দাবি করা হয় সে বার।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )