গান থামিয়ে মহিলা ভক্তকে হেনস্থা থেকে রক্ষা করলেন আতিফ আসলাম
করাচি: শো চলার ফাঁকে দর্শকদের ভিড়ে একদল ছেলে একটি মেয়েকে উত্যক্ত করছে দেখে রেগে গিয়ে গান থামালেন, সেই ছেলেদের তীব্র তিরস্কার করলেন আতিফ আসলাম। হেনস্থার হাত থেকে বাঁচালেন মেয়েটিকে। গত শনিবার বন্দর শহরে শনিবার শো ছিল পাকিস্তানি গায়কের। ‘পহেলি নজর মে’-র হিট গানের শিল্পী একের পর এক গান গাইছিলেন।
হঠাত্ সামনের সারিতে মেয়েটির সঙ্গে ওই ছেলেদের অসভ্যতা করতে দেখে সহশিল্পীদের হাত দেখিয়ে বাজনা বন্ধ করতে বলেন। তারপর ছেলেগুলোর সামনে এগিয়ে বলেন, কোনওদিন মেয়ে দেখনি! আজকে তোমাদের মা-বোনও তো এখানে থাকতে পারত। অনুষ্ঠানের কিছু দর্শক ইউটিউবে ঘটনার ভিডিও তুলে পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, ওদের সাবধান করে দিয়ে নিজেই মেয়েটিকে মঞ্চে ডেকে নিয়ে উদ্যোক্তাদের ওর বসার ব্যবস্থা করতে বলেন আতিফ।‘মানুষের মতো আচরণ করো’, ছেলেগুলোর উদ্দেশ্যে মন্তব্য করে আবার গান ধরেন তিনি।