ছবি তুলতে ঢুকেছিল? ভারতীয় আকাশসীমায় পিএলএ কপ্টার অনুপ্রবেশ, সমর্থন চিনের
বেজিং: ভারতীয় আকাশসীমায় তাদের সামরিক হেলিকপ্টারের অনুপ্রবেশকে সমর্থন করল চিন।
সোমবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং জানান, ঠিক কী ঘটেছে তা প্রতিরক্ষামন্ত্রকের পক্ষেই বলা সম্ভব। তবে, এটা বলা যেতেই পারে, ভারত-চিন সীমান্তের পূর্বাঞ্চলে দুদেশের মধ্যে এলাকা নিয়ে সমস্যা রয়েছে। তিনি বলেন, চিনা সামরিক বাহিনী ওই অঞ্চলে নিয়মিত নজরদারি চালায়। আশা করি, উভয় পক্ষই সীমান্তঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে যৌথ উদ্যোগ নেবে।
প্রসঙ্গত, চিনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দুটি জিবা সিরিজের অ্যাটাক চপারকে শনিবার উত্তরাখণ্ডের চামোলি জেলার বারাহোটির আকাশসীমায় উড়তে দেখা যায়। গত মার্চ থেকে এই নিয়ে চারবার চিনা সেনা ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
কেন্দ্রীয় সূত্রে খবর, হেলিকপ্টার দুটি ভারতীয় আকাশসীমায় প্রায় পাঁচ মিনিট ছিল, তারপর তারা ফিরে যায়। প্রতিরক্ষামন্ত্রকের মতে, চিনা সেনা হয়ত ভারতীয় সামরিক প্রস্তুতি ও প্রতিষ্ঠানের ছবি তুলতে এসেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ুসেনা।