মানচিত্র প্রকাশ করে ভারতীয় সেনা আগ্রাসনের দাবি চিনের
বেজিং: চিনা ‘ভূখণ্ডে’ ভারতীয় সেনার আগ্রাসনের দাবি প্রমাণ করতে এবার মানচিত্র প্রকাশ করল বেজিং।
দীর্ঘদিন ধরেই, সিকিম সেক্টরের ডোকলাম অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে চিন। গতকাল, চিনা বিদেশমন্ত্রকের তরফে একটি মানচিত্র প্রকাশ করা হয়।
সেখানে নীল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, কোথায় ভারতীয় সেনা ঢুকে তাদের সড়ক নির্মাণে বাধা দিয়েছে। গতকাল প্রকাশিত মানচিত্রেও চিন ও ভূটানের মধ্যকার বিতর্কিত ডোকলামকে চিনা অঞ্চল হিসেবে দেখানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবারও, চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাং ভারতীয় সেনার আগ্রাসনের দাবি করে দুটি ছবি প্রকাশ করেন। সেই ছবিগুলি চিনা ওয়েবসাইটেও তোলা হয়।
চিনের সঙ্গে প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগাভাগি করে ভারত। এই সীমান্ত জম্মু ও কাশ্মীর থেকে শুরু হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর মধ্যেই ২২০ কিলোমিটার সীমান্ত সিকিমে পড়েছে।
বেশ কিছুদিন ধরেই, সিকিম সেক্টরের ডোকলামে ভারত ও চিনা সেনাদের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। চিনের অভিযোগ, গত ১৮ তারিখ, ভারতীয় সেনা ডোকলামে ঢুকে তাদের সড়ক নির্মাণে বাধা দিয়েছে।
অন্যদিকে, সড়ক নির্মাণ নিয়েও বেজিংয়ের কাছে ক্ষোভপ্রকাশ করেছে নয়াদিল্লি। দুই দেশের সেনার এই সংঘাতের জেরে সিকিমের নাথু লা দিয়ে বাতিল হয়েছে কৈলাশ মানস সরোবর যাত্রা।