ঘণ্টায় ৩৫০ কিমি! ৪ বছর পর ফের বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন চালাল চিন
বেজিং: ৬ বছর পর ফের একবার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাণিজ্যিক বুলেট ট্রেন চালাল চিন।
বেজিং-সাংহাই হাই-স্পিড রুটে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিবেগে ছোটে এই বুলেট ট্রেন। ২০১১ সালে একটি দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যুর পর এই ট্রেনের গতি কমিয়ে ঘণ্টায় ৩০০ কিলোমিটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদিন সকাল ৯টা (স্থানীয় সময়) নাগাদ বেজিংয়ের দক্ষিণ রেলওয়ে স্টেশন ছাড়ে ফুক্সিং বুলেট ট্রেন। এই গতিবৃদ্ধির ফলে বেজিং ও সাংহাইয়ের মধ্যে ১,৩১৮ কিলোমটারের পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘণ্টা, আগের তুলনায় প্রায় এক-ঘণ্টা কম।
চিনের রেল কর্পোরেশন গতমাসেই জানিয়েছিল, এই ট্রেন বিশ্বের সবচেয়ে দ্রুত বাণিজ্যিকভাবে ব্যবহৃত বুলেট ট্রেন। প্রসঙ্গত, বিশ্বের দীর্ঘতম মোট ২২,০০০ কিলোমিটার হাই-স্পিড রেল নেটওয়ার্ক রয়েছে চিনে, যা বিশ্বের ৬০ শতাংশ।
২০০৮ সালে প্রথম বেজিং ও তিয়াঞ্জিনের মধ্যে ঘণ্টায় ২৫০ কিলোমিটার অতি-উচ্চগতিসম্পন্ন বুলেট ট্রেন চালাতে শুরু করে চিন। কিন্তু, ২০১১ সালের দুর্ঘটনায় ৪১ জন মারা যান। আহত হন প্রায় ২০০ জন। তারপরই গতি কমিয়ে ২৫০-৩০০ করা হয়। এবার নতুন ফুক্সিং ট্রেন চালু হয় গত জুন মাসে। জুলাই মাসে পরীক্ষামূলকভাবে চালানো হয়। এবার বাণিজ্যিকভাবে চালু হল।