এক্সপ্লোর
Advertisement
সীমান্ত পরিস্থিতি নিয়ে মোদীর মন্তব্যকে স্বাগত জানাল চিন
বেজিং: রাশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন, বিরোধ থাকা সত্ত্বেও গত ৪০ বছরে ভারত-চিন সীমান্তে একবারও গুলি চলেনি। তাঁর এই মন্তব্যকে স্বাগত জানাল চিন। ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ইতিবাচক মন্তব্য করেছেন। আমরা এই মন্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরই বলে আসছি, দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ভারত ও চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।’
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে মোদী বলেছেন, ‘এটা সত্যি যে চিনের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ আছে। কিন্তু গত ৪০ বছরে সীমান্ত বিরোধের জন্য একটিও গুলি চলেনি। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো উচিত ভারত ও চিনের।’
মোদীর এই মন্তব্যকে সমর্থন করে হুয়া বলেছেন, দু দেশের বৈঠকে সবসময়ই সীমান্ত বিরোধের উপর গুরুত্ব দেওয়া হয়। দু দেশই এ বিষয়ে একে অপরের স্বার্থরক্ষা করার কথা বলে আসছে। ১৯ বার সীমান্ত বিরোধ নিয়ে দু দেশের বৈঠক হয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য দু দেশই জরুরি পদক্ষেপ করেছে।
চিনের বাধায় এনএসজি-র সদস্য হতে পারেনি ভারত। জইস-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জে জঙ্গি হিসেবে ঘোষণার উদ্যোগেও বাধা দিয়েছে চিন। ভারত আবার চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে আপত্তি জানিয়েছে। ফলে দু দেশের সম্পর্ক জটিলতর হয়েছে। তবে মোদীর মন্তব্যে ভারত-চিন সম্পর্কের জটিলতা কিছুটা কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement