এক্সপ্লোর
Advertisement
বাবরি মসজিদ, গুজরাত, মুজফ্ফরনগর হামলার প্রতিশোধ নেব, হুমকি আইএস-এর ভারতীয় জঙ্গিদের
নয়াদিল্লি: সম্প্রতি আইএস জঙ্গি সংগঠনের তরফে এক হুমকি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে খুব শীঘ্রই ভারতের ওপর ভয়াবহ হামলা চালানো হবে। প্রতিশোধ নেওয়া হবে বাবরি মসজিদ ধ্বংসের, গুজরাত, কাশ্মীর ও মুজফ্ফরনগরে মুসলিমদের ওপর হামলার। হামলা চালাবে ভারত থেকে সিরিয়া গিয়ে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া ভারতীয় তরুণরাই, দাবি ভিডিওতে।
ভিডিওতে দেখা গেছে সিরিয়ার মাটিতে জঙ্গি সংগঠন আইএস-এর একদল তরুণকে হামলা চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২২ মিনিটের ভিডিওতে দেখা গেছে ভারতের মাটিতে ঘটে যাওয়া বিভিন্ন যুদ্ধের ছবি। দেখা গেছে ভারতের বিভিন্ন দ্রষ্টব্য স্থান, ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুরনো ইতিহাসের কথা। এই ভিডিও-র সত্যতা যাচাই করা হচ্ছে।
আইএস-এর তরফে প্রক্সি মিডিয়াতে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে একদল ব্যক্তি তাদের গালে চাপ দাড়ি রয়েছে, হাতে কালাশনিকোভ রাইফেল রয়েছে। সেখানে বলা হচ্ছে অবিলম্বে ভারতীয়, যাঁরা ধর্মে অবিশ্বাসী তাঁরা যেন তাঁদের দেশের মাটি ছেড়ে চলে যান। তারপর বলা হয়েছে সিরিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের জিহাদি আন্দলনের সঙ্গে যুক্ত হতে পারে সেখানকার ভারতীয়রা।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৪ সালে ফাহাদ তনভির শেখ নামের মহারাষ্ট্রের থানের এক ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ২০১৪ সালে আইএস-এ যোগ দিতে সিরিয়া চলে গিয়েছিলেন। এই ভিডিওতে তাঁকেও দেখা গিয়েছে, নাম আবু আমর আল-হিন্দি। সেখানে শেখকে প্রতিজ্ঞা নিতে দেখা যাচ্ছে এবং তাঁর হাতে তরবারি রয়েছে। ভিডিওতে তিনি বলছেন, আমরা আবার ফিরব, বদলা নেব কাশ্মীর, গুজরাত, মুজফ্ফরনগরে মুসলিম হত্যার, বাবরি মসজিদ ধ্বংসের।
২২ মিনিটের এই ভিডিওতে এক অপরিচিত জিহাদিকে দেখা গেছে। তাঁকে বলতে দেখা গেছে তোমরা ইসলাম ধর্মকে গ্রহণ করো, জিজিয়া দাও, না হলে মৃত্যুর জন্যে তৈরি হও।
এই ভিডিও প্রসঙ্গে এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি ভারতীয় প্রশাসন। তবে মনে করা হচ্ছে ভারত থেকে আরও বেশি সংখ্যক তরুণকে আইএস-এ যোগদানের জন্য আকৃষ্ট করতেই এই পদক্ষেপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement