৯২ যাত্রী সহ নিখোঁজ রুশ বিমানের ধ্বংসাবশেষ মিলল কৃষ্ণ সাগরে, তদন্তের নির্দেশ পুতিনের
মস্কো: কৃষ্ণসাগরে ধ্বংসাবশেষ মিলল নিখোঁজ রাশিয়ার সামরিক বিমানের। বিমানটিতে ৯২ জন যাত্রী ছিলেন। সোচি থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টিইউ-১৫৪ বিমানটির। কোনও যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। বিমানে ছিলেন ৮৪ যাত্রী, ৮ বিমানকর্মী। সূত্রের খবর, বিমানে ছিল রুশ সেনাবাহিনীর গানের কয়ার, যাদের দুনিয়াজোড়া খ্যাতি আছে। সিরিয়ায় নতুন বছর উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল দলটি।
বিমানটি ভেঙে পড়ার কারণ জানা যায়নি। তবে কিছু বিশেষজ্ঞ সন্ত্রাসবাদী নাশকতার প্রতি ইঙ্গিত করেছেন, যদিও তা খারিজ করে দিয়েছেন রুশ সরকারি কর্তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনের পর্দায় হাজির হয়ে আগামীকাল দেশজুড়ে শোকপালন হবে বলে ঘোষণা করে বলেছেন, বিস্ফোরণের কারণ খুুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত হবে। নিহতদের পরিবারগুলির পাশে থাকব আমরা।
বিমান ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ২৭টি জাহাজ, একাধিক হেলিকপ্টার তল্লাসিতে নামে। ৩ হাজারের বেশি উদ্ধারকর্মী সমুদ্রের গভীরে নামেন। এঁদের মধ্যে ছিলেন ডুবুরিরাও। বিমানের ধ্বংসাবশেষ, যাত্রীদের দেহ শনাক্ত করতে নামানো হয় ড্রোনও। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাসেনকভ জানিয়েছেন, দশটি দেহ মিলেছে। একজনও জীবিত যাত্রীর খোঁজ মেলেনি। সমুদ্রতট থেকে দেড় কিমি এলাকার মধ্যে বিমানটির কিছু ভাঙাচোরা অংশও মিলেছে।