এক্সপ্লোর
Advertisement
এবার ট্রাক চালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টুইটারে ভাইরাল সেই ছবি!
ওয়াশিংটন: এরআগে দেখেছেন কোনওদিন কোনও মার্কিন প্রেসিডেন্টকে ট্রাক চালকের আসনে বসতে। গতকালই দেখা গেল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্রাক চালকের আসনে বসতে। আর টুইটারে সেই ছবিই ভাইরাল।
প্রসঙ্গত, গতকাল হোয়াইট হাউসে নয়া স্বাস্থ্য বিল নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রাম্প। তারমাঝেই তিনি ট্রাক চালক এবং ট্রাক এক্সিকিউটিভদের সঙ্গে একটি আলোচনায় বসেন। এবং সেই বৈঠকের মাঝেই কয়েকমুহূর্তের জন্যে হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে চালকের আসনে বসে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।
৭০ বছর বয়সি রিপাবলিকান, স্যুট পরে ট্রাকে চালকের আসনে বসে বিভিন্ন ধরনের মুখভঙ্গি করেন। তারপর হর্ন বাজিয়ে ট্রাকটি চালানোর চেষ্টা করেন। সেই ছবিই এই হ্যাশট্যাগ নিয়ে (#TrumpTruck)সোশ্যাল মিডিয়ায়ে ভাইরাল হয়ে যায়।
বৃহস্পতিবারের বৈঠকে ট্রাক চালকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তাঁদের মতো করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর কেউ চেনেন না। তাঁরা সেখানকার প্রতিটি রাস্তা, পাহাড়, উপত্যকা, রাস্তার খানাখন্দ, গর্ত চেনেন। তাঁরাই নতুন করে ফের আমেরিকাকে তৈরি করেন। দেখুন টুইটারে ভাইরাল হওয়া সেই ছবি
"Treason Bound and Down"#trumptruck #trumprussia #gop #KKKGB #SaveTheACA #inners #maddow #RESIST pic.twitter.com/0L8ehJueBy
— (((DeepStateSnap))) (@CitizenSnap) March 24, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
Advertisement