এক্সপ্লোর
Advertisement
তৃতীয়বারের জন্যে মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ কেট
ব্রিটেন: তৃতীয়বারের জন্যে মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ। সোমবার কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। রাজপরিবারের তরফে এক বিবৃতিতে গতকাল বলা হয়, দ্য ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ আনন্দের সঙ্গে জানাচ্ছেন, তাঁরা ফের বাবা-মা হতে চলেছেন। জানা গিয়েছে, রানি এবং কেটের পরিবার, দুতরফই এই খবরে মারাত্মক খুশি।
তবে আগের দুবার সন্তানসম্ভবা হওয়ার পর হাইপারমেসিস গ্র্যাভিদারামে যেমন আক্রান্ত ছিলেন কেট, এবারও সেই একই সমস্যা হচ্ছে তাঁর। এই ধরনের অসুস্থতা থাকলে অন্তঃসত্ত্বা অবস্থায় সকালের দিকে মারাত্মক বমি বমি ভাব থাকে। জানা গিয়েছে, সোমবার সকালেও একইরকম অসুস্থার শিকার হয়েছিলেন কেট। সেইজন্যে একটি অনুষ্ঠানে যেতেও পারেননি ডাচেস অফ কেমব্রিজ। জর্জের সময় এই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয় কেটকে।
আপাতত নতুন অতিথির একজন দাদা এবং দিদি রয়েছে। চার বছরের জর্জ এবং দু বছরের শার্লট। তবে উইলিয়াম-কেটের তৃতীয় সন্তানের আগমণে হ্যারির রাজ সিংহাসনের ওপর দাবি আরও ক্ষীণ করে দিল। আপাতত এই প্রজন্মে রাজসিংহাসনের বড় দাবিদার জর্জ এবং তার বোন শার্লট এবং কেটের গর্ভে বেড়ে ওঠা রাজপরিবারের নতুন সদস্য। প্রসঙ্গত, উইলিয়াম-কেটের বিয়ের পর আইনে সামান্য পরিবর্তন আনা হয়। সেই আইন অনুযায়ী এখন রাজ পরিবারের মহিলাদেরও সিংহাসনের ওপর একইরকম অধিকার রয়েছে।
কেট মাত্র কয়েক সপ্তাহ আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন। সূত্রের খবর, এখনও বারো সপ্তাহও হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement