Elon Musk: আরও দরাদরি করতে চান, আদৌ টুইটার কিনবেন তো মাস্ক! তুঙ্গে জল্পনা
Twitter Deal: আমেরিকার শেয়ার বাজারে ৮.২ শতাংশ পড়ে গিয়েছে টুইটার।
নয়াদিল্লি: নিজে থেকেই দর হেঁকেছিলেন যদিও। কিন্তু টুইটার (Twitter Deal) কিনতে আরও দরাদরি করতে পারেন টেসলাকর্তা ইলন মাস্ক (Elon Musk)। নিজেই তেমন ইঙ্গিত দিলেন মাস্ক। তাঁর বক্তব্য, ‘‘দরাদরিতে দাম কমানোর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।’’
মাস্কের মন্তব্যে জল্পনা
সম্প্রতি টুইটার চুক্তিতে সিলমোহর সাময়িক স্থগিত রাখার কথা ঘোষণা করেন মাস্ক। তার পর থেকেই মাস্কের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকে। তার মধ্যেই আমেরিকার শেয়ার বাজারে ৮.২ শতাংশ পড়ে গিয়েছে টুইটার। সেই আবহে মাস্কের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
টুইটারের মালিকানা হাতে পেলে সবার আগে বটস অর্থাৎ স্বয়ংক্রিয় ভেকধারী অ্যাকাউন্ট ছাঁটতে নামবেন বলে গোড়াতেই জানিয়ে রেখেছিলেন মাস্ক। সম্প্রতি তা নিয়ে প্রকাশ্যে টুইটারের সঙ্গে বিবাদে জড়ান তিনি। টুইটারে ঠিক কত সংখ্যক বটস এবং ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে, তার পরিসংখ্যান প্রকাশের দাবি জানান।
আরও পড়ুন: LIC Share Listing: শুরুতেই দুর্বল এলআইসির শেয়ার, লিস্টিংয়ে লাভ পেলেন না বিনিয়োগকারীরা
এর পর সোমবার মায়ামিততে প্রযুক্তি সম্মেলনে মাস্ক নিজের তরফেই একটি পরিসংখ্যান প্রকাশ করেন। জানান, মোট টুইটারের গ্রাহকের কমপক্ষে ২০ শতাংশই ভুয়ো অ্যাকাউন্ট বলে। সংখ্যাটা ৯০ শতাংশ হলেও অবাক হবেন না বলে মন্তব্য করেন।
শুধু তাই নয়, এত দিন বটস নিয়ে নানা দাবি করলেও, মায়ামিতে মাস্ক বলেন, ‘‘আমি জানতে পেরেছি।, বটসের আসল সংখ্যা জানার কোনও উপায়ই নেই। মানব আত্মার মতোই বিষয়টি দুর্বোধ্য বলে জানান তিনি।’’
টালমাটাল পরিস্থিতি
মাস্কের দাবি নিয়ে টুইটারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এর আগে টুইটার যে পরিসংখ্যা দিয়েছিল, সেই অনুযায়ী, তাদের মোট গ্রাহকসংখ্যার ৫ শতাংশই স্প্যাম অ্যাকাউন্ট। তাই বটস নিয়ে কার্যত হাত তুলে নেওয়ার পর মাস্ক নিজেরই হাঁকা ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি থেকে সরে দাঁড়ালেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছে ব্যবসায়ী মহল।