Emirates Ad of Woman: বুর্জ খলিফার মাথায় চড়লেন বিমান সেবিকা, শ্যুটিং দেখে শিউরে উঠল নেটদুনিয়া
বিজ্ঞাপন দেখলে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে, বুর্জ খলিফার মাথায় বসে রয়েছেন বিমানসেবিকা।
দুবাই: এই মুহুর্তে সোশালে যে ভিডিও নজর কেড়েছে তা হল দুবাইয়ের বিমানসংস্থা এমিরেটসের দুবাই থেকে ব্রিটেন যাওয়া নিয়ে একটি বিজ্ঞাপন৷ সেই বিজ্ঞাপনে দুবাই থেকে ইংল্যান্ড যাওয়ার জন্য এমিরেটস বিমান ব্যবহারের সুবিধা নিয়ে বলা হয়েছে। কিন্তু সেই বিজ্ঞাপন দেখলে মাথা ঘুরে যাওয়ার অবস্থা।
ভিডিওতে দেখা যাচ্ছে, বুর্জ খলিফার মাথায় বসে রয়েছেন বিমানসেবিকা। সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে ওই বিমান সেবিকাকে না কি দুবাইয়ের বুর্জ খলিফার চূড়ায় বসিয়েই শুটিং করানো হয়েছে। সেই ভিডিও নেটমহলে ভাইরাল হয়েছে হু হু করে। অনেকে তো আতঙ্কে শিউরেও উঠেছেন। কারণ শেষ শটে দেখা গেছে বুর্জ খলিফার মাথা থেকে পুরো দুবাই। বিশ্বের সুউচ্চতম বিল্ডিংয়ে বসে রয়েছেন বিমানসেবিকা।
অনেকে এই ভিডিও নিয়ে উৎসাহ প্রকাশ করলেও নেটনাগরিকদের একাংশের দাবি এটি এমিরেটাস বিমানসংস্থার কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়। যদিও অনেকে দাবি করেন, এই ভিডিওটি ‘ফেক’ ৷ ওইভাবে নাকি শ্যুটিংই করা হয়নি। যদিও ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে 'টপ অফ দ্য ওয়ার্ল্ড'-এ এমিরেটসের বিমানসেবিকার পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন এক মডেল। পায়ে রয়েছে হাই হিলস। বুর্জ খলিফার চূড়ায় কোনওভাবে দু'পা রেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে গোটা দুবাই। ওই বিজ্ঞাপন দেখে শরীরের রোম খাড়া হয়েছে দর্শকের।
তবে জানা গেছে, ওই মডেলের নামনিকোল স্মিথ লুডভিক। পেশায় যিনি একজন স্কাই-ডাইভারও। এই শুটিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তার।
তবে এর জবাব অবশ্য সঙ্গে সঙ্গেই দিয়েছে বিমানসংস্থা এমিরেটাস ৷ বুর্জ খলিফার মাথায় কীভাবে শ্যুটিং করা হয়েছে, তার একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এমিরেটসের তরফে ৷ সেখানে দেখা গিয়েছে সমস্ত সুরক্ষা নিয়েই এই বিজ্ঞাপনটয়ি শ্যুট করা হয়েছিল। অনেকের আবার বক্তব্য বিজ্ঞাপনের মূল উদ্দেশ্যই ছিল দর্শকের নজর টানা, তাও একেবারে অনন্য পন্থায়। আর সেটি যে এমিরেটস সঠিকভাবেই করেছেন তা ভিডিও ভাইরাল হওয়াতেই স্পষ্ট বলে মত।