এক্সপ্লোর
Advertisement
মাটি কামড়ে পড়ে থাক মোসুলে, জিহাদিদের নির্দেশ আই এস পান্ডা বাগদাদির
বাগদাদ: সব কিছু ঠিকঠাক থাকলে মোসুলে বৃহস্পতিবারই ঢুকবে ইরাকি সেনা। যুদ্ধে দ্রুত পিছু হঠছে আইএস। ইরাকে তাদের সবথেকে শক্ত ঘাঁটি হারানোর আগে জিহাদি নেতা আবু বকর আল বাগদাদি আই এস জঙ্গিদের নির্দেশ দিয়েছে যুদ্ধ চালিয়ে যেতে। ইন্টারনেটে প্রকাশিত হয়েছে তার এই অডিও বার্তা।
এটাই এ বছর বাগদাদির প্রথম বার্তা। বার্তা থেকেই পরিষ্কার, মোসুল হাতছাড়া হওয়ার ভয় এই বিশ্বত্রাস জঙ্গিগোষ্ঠীর শিরায় ঢুকে গেছে। এই মোসুলেই দু’বছর আগে খিলাফত ঘোষণা করেছিল আইএস। সেখান থেকে সরতে হলে তা হবে তাদের পক্ষে বিরাট ধাক্কা। বার্তায় জিহাদিদের বাগদাদি পিছু না হঠে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সে আরও বলেছে, লজ্জার সঙ্গে পালিয়ে যাওয়ার থেক জমি আঁকড়ে পড়ে থাকা হাজারগুণ ভাল। তাই জিহাদি ‘যোদ্ধা’-দের প্রতি তার আবেদন, প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সময় নিজের যাবতীয় দুর্বলতা সম্পর্কে অবহিত হও।
২০১৪-র মাঝামাঝি আইএসের হস্তগত হয় মোসুল। তখনই জনসমক্ষে আসে বাগদাদি। ইরাক ও সিরিয়া নিয়ে ইসলামিক ‘স্টেট’ বা খিলাফত সাম্রাজ্য গঠনের ঘোষণা করে সে। কিন্তু গত বছর থেকেই বাগদাদির সাধের খিলাফতে ভাঙন ধরেছে। মোসুলই ছিল ইরাকে তাদের শেষ শক্ত ঘাঁটি, সেখানে গত সপ্তাহে পা রেখেছে ইরাকি সেনা।
আমেরিকা নেতৃত্বাধীন যৌথ বাহিনী ও যুদ্ধবিমানের সাহায্যে ১৭ তারিখ থেকে মোসুলে আইএসের ওপর আক্রমণ শুরু করেছে তারা।
যৌথ বাহিনী মনে করছে, অন্তত ৩ থেকে ৫,০০০ আই এস জঙ্গি ঘাঁটি গেড়েছে মোসুলে। তাদের ধারণা, এখানে বেশ কয়েকদিন ধরে গুরুতর যুদ্ধ চলতে পারে।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement