ডে-কেয়ার হোমে এক বছরের ছেলেকে হত্যার অভিযোগ ৮ বছরের মেয়ের বিরুদ্ধে
মিশিগান: এক বছরের শিশুকে হত্যা করার অভিযোগ উঠল এক ৮ বছরের মেয়ের বিরুদ্ধে!
ওই ছেলেটির অপরাধ, সে কাঁদছিল। তাই কান্না থামাতে একেবারে কচি প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ উঠল মেয়েটির বিরুদ্ধে। ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্র।
খবরে প্রকাশ, নিহত ছেলেটির মা ব্রায়ানা রিসনোভার জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলা কাজে বেরনোর সময় তিনি তাঁর এক বছরের শিশুপুত্র কোরি ব্রাউন এবং আরও তিন সন্তানকে কিশা কীপার ডে-কেয়ার সেন্টারে ছেড়ে আসেন।
শুক্রবার, ভোর সওয়া ৬টা নাগাদ কোরিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে সেন্টারের কর্মীরা। সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে খবর দেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে কোরিকে মৃত বলে ঘোষণা করেন।
মিশিগানের মাস্কেগনের পুলিশ প্রধান জেফরি লুইস জানান, মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। হোমের অন্য শিশুদের প্রশ্ন করে তদন্তকারীরা করেন।
এক পাঁচ বছরের শিশুর থেকে পুলিশ জানতে পেরেছে, কোরি একসময় ভীষণ কাঁদছিল। সেই সময় তার সঙ্গে আট বছরের মেয়েটি একা ছিল।
ডে-কেয়ার সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির মামলা রুজু করেছে পুলিশ।