এক্সপ্লোর
Advertisement
খুলে গেল চাবাহার বন্দরের প্রথমাংশ, ভারত, ইরান ও আফগানিস্তান আরও কাছাকাছি
নয়াদিল্লি: গতকাল খুলে দেওয়া হল চাবাহার বন্দরের প্রথমাংশ। উদ্বোধন করলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এর ফলে পাকিস্তানকে পাশ কাটিয়ে ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে নতুন একটি কৌশলগত পথ খুলে গেল।
মুম্বই, জেএনপিটি, মুন্দ্রা ও কান্ডলার মত ভারতের পশ্চিমাঞ্চলের বন্দরগুলি থেকে এখন অনায়াসে পৌঁছে যাওয়া যাবে চাবাহার বন্দরে। ইরানের দক্ষিণ পূর্বের সিস্তান-বালুচিস্তানের এই বন্দরে ভারত, আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলির জিনিসপত্র আসবে। ফলে পাকিস্তান এই সব দেশগুলির মালপত্র পরিবহণে তাদের বন্দর ব্যবহার করতে দিতে অরাজি হলেও তাতে আর কিছু যায় আসবে না।
এছাড়া এই চাবাহার বন্দরের মাধ্যমে ভারতের তৈরি জারাং-দেলারাম হাইওয়েতে সহজে পৌঁছে যাওয়া যাবে, এই হাইওয়ের সঙ্গে আফগানিস্তান রিং রোডেও সংযোগ রয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ তেহরানে বৈঠক করে এই বন্দর প্রকল্প ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।
চাবাহার বন্দরের প্রথমাংশেই শুধু ভারত বিনিয়োগ করেছে ৮৫.২১ মিলিয়ন মার্কিন ডলার, ১০ বছরের লিজে প্রতি বছর রাজস্ব ব্যয় হবে ২২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার। এই এলাকা স্থল, জল, আকাশ- তিন পথেই যুক্ত করা হবে।
অল্পদিন আগে এই চাবাহার বন্দর দিয়ে আফগানিস্তানে ভারত ১১০০০০ টন গম পাঠিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement