এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
মোদীকে কীভাবে জবাব দিতে হয় শেখাব শরিফকে: ইমরান
ইসলামাবাদ: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাকিস্তানের বিরোধী নেতা তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খান বলেছেন, এ ধরনের আক্রমণের জবাব কীভাবে দিতে হয়, তা তিনি বলবেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। ইমরান বলেছেন, প্রথমে তাঁর নওয়াজকে বার্তা দেওয়ার কথা মনে হয়েছিল। কিন্তু এখন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিতে চান।
ইমরান পাক জনগনের কাছে একটি মিছিলে অংশ নেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের ঐক্য তুলে ধরতে এই মিছিলে অংশগ্রহণ করা উচিত। ইমরান বলেছেন, মোদীকে কীভাবে জবাব দিতে হয়, তা শরিফকে শেখাবেন তিনি।
এই প্রসঙ্গে তেহরিক-ই-ইনসাফ দলের নেতা শরিফের কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। ইমরান বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ শরিফ। তিনি বলেছেন, এখন তো সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ দেশের প্রতিনিধিত্ব করছেন।
উল্লেখ্য, গতকাল ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানায়। যদিও পাকিস্তান তা মানতে চায়নি। তবে পাকিস্তান জানায় যে, নিয়্ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার গুলিতে তাদের দুই জওয়ানের মৃত্যু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement