এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানকে যাদবের 'চর' স্বীকারোক্তি ভিডিও চালিয়ে দেখানোর অনুমতি দিল না হেগের আদালত
দি হেগ: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে পাকিস্তানের আর্জি প্রত্যাখ্যাত হল বলে দাবি ভারতের। অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ অফিসার কুলভূষণ যাদবের তাদের দেশে 'চরবৃত্তি'র অভিযোগ 'স্বীকার করে দেওয়া' বিবৃতির ভিডিওটি আদালতে চালিয়ে দেখানোর অনুমতি চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই দাবিতে কর্ণপাত করেনি আদালত। নয়াদিল্লিতে ভারতের কর্তাব্যক্তিরা এই দাবি করেছেন। এর ফলে পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে বলে ব্যাখ্যা করছেন তাঁরা।
পাকিস্তানের সামরিক আদালতে যাদবকে চরবৃত্তিতে দোষী সাব্যস্ত করে দেওয়া মৃত্যুদণ্ড অবিলম্বে খারিজের দাবিতে হেগের আন্তর্জাতিক মঞ্চে এদিন জোর সওয়াল করে ভারত। পাকিস্তান বরাবর দাবি করছে, যাদবকে পাকিস্তানে পাঠানো হয়েছিল নাশকতা ঘটাতে। তাঁকে অশান্ত বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর লোক। ধরা পড়ে জেরায় তিনি চরবৃত্তি ও নাশকতায় হাত থাকার অভিযোগ মেনে নিয়েছেন। তাঁর সেই স্বীকারোক্তির ভিডিও করা হয়েছিল। সেটিই আদালতে বাজিয়ে শোনানোর দাবি করেন পাক প্রতিনিধি। কিন্তু তাতে কান দেয়নি আদালত।
এর আগে আদালতে ভারতের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়, সেখানে যাবতীয় বক্তব্য, যুক্তির শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই হয়তো পাকিস্তানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতে পারে যাদবকে। তার আগেই তাঁর মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। পাল্টা পাকিস্তান দাবি করে, যাদব চর, ভিয়েনা কনভেনশনের ধারার সুবিধা তিনি পেতে পারেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement