এক্সপ্লোর
চিনের সঙ্গে টক্কর দিতে পারে ভারতই, বলছেন মার্কিন কংগ্রেস সদস্য

ওয়াশিংটন: এশিয়ায় চিনের ক্রমবর্ধমান আধিপত্যের সঙ্গে পাল্লা দিতে পারে ভারতই। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত নয়াদিল্লির সঙ্গে বোঝাপড়া বাড়ানো। বক্তা মার্কিন কংগ্রেসের এক সদস্য ইলিয়ট এঙ্গেল। কংগ্রেসের এক আলোচনাসভায় নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য এঙ্গেল বলেছেন, ভারত এখ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র। দক্ষিণ চিন সাগর, প্রশান্ত মহাসাগরের মতো বিতর্কিত বিষয়গুলিতে চিনের বিরুদ্ধে সরব ভারত। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করা। এঙ্গেলের এই মন্তব্যের জবাবে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট টনি ব্লিংকেন বলেছেন, তাঁরা ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কংগ্রেসের সদস্যদের মতামতকে সবসময় গুরুত্ব দেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার লক্ষ্যে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিভিন্ন বিভিন্ন বিষয়ে দুদেশ যাতে একসঙ্গে কাজ করেত সেই পরিস্থিতিও তৈরি করতে চাইছেন তাঁরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুনে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাঁর এই সফরের মধ্যে দিয়ে দুদেশের সম্পর্ক আরও ভাল হবে বলেই মত ব্লিংকেনের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















