ফের মার্কিন মুলুকে দুষ্কৃতীর গুলিতে নিহত ভারতীয়
ওয়াশিংটন ও নয়াদিল্লি: ফের মার্কিন মুলুকে নিহত এক ভারতীয়। এবার, ওয়াশিংটনে একটি গ্যাস স্টেশন লাগোয়া স্টোরে এক ভারতীয়কে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে ২ মুখোশধারী দুষ্কৃতীর বিরুদ্ধে।
ওয়াশিংটন ডিসি-র ইয়াকিমা সিটিতে একটি গ্যাস স্টেশন লাগোয়া স্টোরে কেরানি পদে কাজ করতেন বিক্রম জারিয়াল নামে ওই ভারতীয়। জানা গিয়েছে, গতকাল লুঠ করার উদ্দেশ্যে ওই স্টোরে ঢোকেন ২ মুখোশধারী সশন্ত্র দুষ্কৃতী।
পুলিশ জানিয়েছে, তারা বিক্রমকে বন্দুক ঠেকিয়ে সমস্ত নগদ তুলে দিতে বলে। তাদের কথামতো বিক্রম তাদের চাকা তুলে দেন। কিন্তু, এক দুষ্কৃতী বিক্রমকে খুব কাছ থেকে গুলি করে।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বিক্রমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আদতে পঞ্জাবের হোসিয়ারপুর জেলার বাসিন্দা বিক্রম মাত্র একমাস আগেই মার্কিন মুলুকে গিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন তাঁর দাদা।
তদন্ত শুরু করেছে মার্কন পুলিশ। জানা গিয়েছে, স্টোরের সিসিটিভি ফুটেজ দেখে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বিক্রমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
বিক্রমের দেহ দেশে ফেরত আনার ব্যাপারে বিদেশমন্ত্রকের সাহায্য চেয়েছে তাঁর পরিবার। সুষমা জানিয়েছেন, তিনি যথাসম্ভব করবেন।