এক্সপ্লোর
Advertisement
উরি হামলা: তদন্তে ভারতকে সহযোগিতা করতে পাকিস্তানের ওপর চাপ বাড়াল আমেরিকা
ওয়াশিংটন: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনা নিয়ে সারা বিশ্বে কার্যত একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। এরইমধ্যে আমেরিকা উরির তদন্তে ভারতকে সহযোগিতা করতে পাকিস্তানের ওপর চাপ বাড়াল।
উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য দেশ রাশিয়া ও ফ্রান্স উরির ঘটনা নিয়ে সরাসরি পাকিস্তান নাম উল্লেখ করে নিন্দা করেছে। জার্মানিও ভারতের পাশে দাঁড়িয়েছে। চিনও বলেছে, তারা কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে। আমেরিকাও কঠোর অবস্থান নিয়ে পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। এই অবস্থায় আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে।
মার্কিন বিদেশ সচিব জন কেরি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেন। মার্কিন বিদেশ দফতরের এক আধিকারিক আজ জানিয়েছেন, উরির ঘটনা নিয়ে কেরি ও নওয়াজের মধ্যে আলোচনা হয়। বিদেশ সচিব পাকিস্তানকে তদন্তে সহযোগিতা করতে বলেছেন।
গত রবিবার উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনার তদন্তে আমেরিকা ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
মার্কিন বিদেশ দফতরের ওই আধিকারিক বলেছেন, আমরাও আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং চলতি তদন্তে সহযোগিতা করতে আমরা পাকিস্তানকেও বলেছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement