Russia-Ukraine War : 'পুতিন যুদ্ধাপরাধী' বললেন বাইডেন
Russia-Ukraine War Update : হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন এ মন্তব্য করেন বলে বিবিসি সূত্রে খবর।
ওয়াশিংটন : ২৪ শে ফেব্রুয়ারি থেকে বিরাম বিশ্রাম নেই। চলছে অবিরাম গোলাবর্ষণ। জানা গিয়েছে, তিন সপ্তাহের মাথায় যুদ্ধ শেষ করতে একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা তৈরি করেছে ইউক্রেন-রাশিয়া। তারপর থেকেই যুদ্ধ থামার স্বপ্ন দেখছে ইউক্রেনীয়রা। ইউক্রেন ইন্ডিপেডেন্ট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম এই দাবি করেছে। সূত্রের দাবি, এই সম্ভাব্য চুক্তিতে বলা থাকবে, ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করে এবং তার সশস্ত্র বাহিনীর সীমাবদ্ধতা স্বীকার করে নেয়, তাহলে রাশিয়া যুদ্ধ বন্এধ করার কথা ভাববে ও সোনা সরাতে পারে। এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন মুলুকের কাছে আরও অস্ত্র সাহায্য চেয়েছে।
এই পরিস্থিতিতে জো বাইডেন তীব্র নিন্দা করলেন পুতিনের। মস্কো কিভের উপর আক্রমণ শুরু করার পর প্রথমবার, মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে "যুদ্ধাপরাধী" বলে উল্লেখ করলেন। বুধবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন এ মন্তব্য করেন বলে বিবিসি সূত্রে খবর। রুশ আগ্রাশনের নিন্দা করে বাইডেন বলেন, "ইউক্রেনে ভয়াবহ ধ্বংসলীলা চলছে। ''
সাংবাদিক বৈঠকে এক প্রতিবেদক রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেন যে তিনি কি পুতিনকে "যুদ্ধাপরাধী" বলার জন্য প্রস্তুত ? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।" পরে এক টুইট বার্তায় আমেরিকান নেতা বলেন, "পুতিন ইউক্রেনে ভয়ানক ধ্বংসলীলা সৃষ্টি করছেন, অ্যাপার্টমেন্টে ও প্রসূতি ওয়ার্ডে বোমাবর্ষণ করছেন।''
Putin is inflicting appalling devastation and horror on Ukraine — bombing apartment buildings and maternity wards.
— President Biden (@POTUS) March 16, 2022
Yesterday, we saw reports that Russian forces were holding hundreds of doctors and patients hostage.
These are atrocities. It is an outrage to the world.
ইউক্রেনের বিদেশ মন্ত্রালয় সূত্রে খবর, মারিউপোলের একটি থিয়েটার হলে অবিরাম গোলাবর্ষণ করেছে রুুশ সেনা। রুশ হামলার হাত থেকে বাঁচতে ওই থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন হাজারখানেক মানুষ। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের চাপা পড়ে আছেন।