এক্সপ্লোর
Advertisement
কুচিভোটলাকে সম্মান, ১৬ মার্চ 'ইন্ডিয়ান অ্যামেরিকান অ্যাপ্রিসিয়েশন ডে' ঘোষণা কানসাসে
ওয়াশিংটন: হেট ক্রাইমের বলি ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে সম্মান জানাল কানসাস। এজন্য ১৬ মার্চ দিনটিকে 'ইন্ডিয়ান অ্যামেরিকান অ্যাপ্রিসিয়েশন ডে'-র মর্যাদা দেওয়া হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি ওলাথের এক বারে কুচিভোটলা, অলোক মাদাসানি নামে তাঁর বন্ধুকে লক্ষ্য করে গুলি চালায় ৫১ বছর বয়সি মার্কিন নৌবাহিনীর প্রাক্তনী অ্যাডাম পিউরিনটন। হুমকি দেয়, 'আমার দেশ ছেড়ে চলে যাও'। জখম হন মাদাসানি ও ইয়ান গ্রিলট নামে এক মার্কিন নাগরিক।
কুচিভোটলার স্মরণে এক অনুষ্ঠানে কানসাসের গভর্নর স্যাম ব্রাউনব্যাক দাবি করেন, এ ধরনের বিচারবোধহীন হিংসা দিয়ে কানসাসকে বিচার করা যাবে না। ভারতীয়দের অসামান্য অবদান কানসাসকে পরিণত করেছে এক উন্নত স্থানে। ওদের বিরাট ধন্যবাদ দিতে হয়। এ ধরনের আচরণ আমাদের পরস্পরের মধ্যে ভাগ করে নেওয়া মূল্যবোধ, বিশ্বাসকে কখনই পরাভূত করতে পারবে না। কানসাসে ভারতীয়দের সাদরে ডেকে নেওয়া, সমর্থন চলতে থাকবে। উপস্থিত ছিলেন মাদাসানি, গ্রিলটও।
কুচিভোটলার মৃত্যু, মাদাসানির আঘাতের জন্য ক্ষমাও চান ব্রাউনব্যাক। ঘটনার সময় যেভাবে কুচিভোটলা, মাদাসানিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন গ্রিলট, তারও ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, মাদাসানি, গ্রিলটের দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করছি।
ব্রাউনব্যাক এও বলেন, সত্যমেব জয়তে মন্ত্রের মধ্যে শান্তি খুঁজে পাই আমরা। আজকের দিনটিকে কানসাসে ইন্ডিয়ান অ্যামেরিকান ডে ঘোষণা করলাম।
কানসাস তার সব বাসিন্দা, অতিথিদের রক্ষায় দায়বদ্ধ।
এদিকে হুস্টনের ইন্ডিয়া হাউস কুচিভোটলার স্মৃতিতে মোমবাতি নিয়ে প্রার্থনা সভাও করে। গ্রিলটকেও সম্মান জানাতে সেখানে আমন্ত্রণ জানানো হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement