Kate Middleton Cancer : 'আপনি একা নন', নিজের লড়াইয়ের কথা বলে অন্য ক্যান্সাররোগীদের ভরসা জোগালেন ব্রিটেনের যুবরানি কেট
Kate Middleton Cancer Update : কেনসিংটন প্যালেসের তরফে ওই ভিডিও বার্তায় ৪২ বছরের যুবরানি জানান, জানুয়ারিতে তাঁর পেটে অস্ত্রোপচার হয়। তখন ক্যান্সারের বিষয়টি জানা ছিল না। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তা ধরা পড়ে।
![Kate Middleton Cancer : 'আপনি একা নন', নিজের লড়াইয়ের কথা বলে অন্য ক্যান্সাররোগীদের ভরসা জোগালেন ব্রিটেনের যুবরানি কেট Kate Middleton Britain's Princess of Wales treated for cancer shares her cancer story Kate Middleton Cancer : 'আপনি একা নন', নিজের লড়াইয়ের কথা বলে অন্য ক্যান্সাররোগীদের ভরসা জোগালেন ব্রিটেনের যুবরানি কেট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/23/c3d8a23839a52de171a2562cd6cabde5171117908924653_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : ক্যান্সারে আক্রান্ত । কেমোথেরাপি চলছে । ভিডিও বার্তায় নিজেই জানালেন ব্রিটেনের যুবরানি কেট মিডলটন (Kate Middleton, Britain's Princess of Wales)। প্রিন্সেস অফ ওয়েলস (Britain's Princess of Wales) জানিয়েছেন, কয়েকটা মাস কঠিন অবস্থায় কেটেছে।
কেনসিংটন প্যালেসের তরফে ওই ভিডিও বার্তায় ৪২ বছরের যুবরানি জানান, জানুয়ারিতে তাঁর পেটে অস্ত্রোপচার হয়। তখন ক্যান্সারের বিষয়টি জানা ছিল না। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তা ধরা পড়ে।
কেনসিংটন প্যালেস থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে একটি ব্যক্তিগত ভিডিও বার্তা দিয়েছেন যুবরানি। কেটকে সেখানে খুবই দুর্বল দেখাচ্ছিল। তিনি জানান, জানুয়ারিতে তাঁর একটি বড় অস্ত্রোপচার হয় পেটে। সেটি সফলও হয়েছিল বলে তিনি জানান। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে অসুখটি ক্যান্সার নয়।
প্রিন্সেস কেট তার ভিডিও বার্তায় বলেন, অপারেশনের পর পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। তারপর মেডিক্যাল টিম প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স করার পরামর্শ দেয়। সেই অনুসারে চিকিৎসা করাচ্ছেন তিনি। চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছে কেট।
কেট জানান, এটি অবশ্যই তাঁর কাছে একটি বিশাল ধাক্কা ছিল। তিনি জানান, প্রথমত বড় অস্ত্রোপচার থেকে সেরে উঠতে সময় লেগে যায় তাঁর। সেই সঙ্গে তিনি জানান, জর্জ, শার্লট এবং লুইকে তাদের মতো করে বুঝিয়ে বলেছেন যুবরানি। তাদের আশ্বস্ত করেছেন যে,তিনি ঠিক আছেন। তিনি বলেনছেন, " আমি ওদের বলেছি, আমি ভাল আছি এবং প্রতিদিন এমন কিছু জিনিসে মন দিচ্ছি, যা তাঁকে সেরে উঠতে সাহায্য করবে।"
তিনি জানান এই সময় প্রিন্স উইলিয়ামের পাশে থাকাটা বিশাল পাওনা। তাঁর কাছে "সান্ত্বনা ও আশ্বাসের উৎস" । তিনি আরও বলেন, অনেকের কাছ থেকেই তাঁরা ভরসা, পাশে থাকার বার্তা, শুভ কামনা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি অন্যান্য ক্যান্সার আক্রান্তদের বলেন, দয়া করে বিশ্বাস বা আশা হারাবেন না। আপনি একা নন ! কেনসিংটন প্যালেসের তরফে জানানো হয়েছে যে, ভিডিও বার্তাটি বুধবার বিবিসির প্রযোজনা শাখা বিবিসি স্টুডিও তৈরি করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন এই বিবৃতি দিয়ে প্রিন্সেস অফ ওয়েলস "অসাধারণ সাহসিকতা"র পরিচয় দিয়েছেন। দ্রুত আরোগ্যের কামনা করেছেন তিনি।
গত ১৬ জানুয়ারি লন্ডনে তাঁর পেটের অস্ত্রোপচারের পর থেকে রাজকীয় দায়িত্ব থেকে সরে এসেছেন। তিনি আগামী মাসে ইস্টারের পরে আনুষ্ঠানিক দায়িত্বে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। যুবরানির শ্বশুরমশাই, রাজা চার্লস III -রও ক্যান্সারের চিকিৎসা চলছে বলে শোনা যায়। সব খবর পিটিআই সূত্রে।
আরও পড়ুন :
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)