লন্ডনের বহুতল আগুনে মৃত্যু বেড়ে ১৭, তদন্তের নির্দেশ থেরেসার
লন্ডন: লন্ডনের বহুতল আবাসনের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও, পুলিশের মতে, আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব নয়। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেটে ল্যাটিমার রোডের ওপর ২৪ তলার বহুতল আবাসন গ্রেনফেল টাওয়ারে বিধ্বংসী আগুন লাগে। পুলিশ জানায়, রাত সওয়া ১টা নাগাদ আগুন লাগে। সেই সময় ১২০ ফ্ল্যাটে প্রায় ৬০০ জন বাসিন্দা ঘুমে আচ্ছন্ন ছিলেন।
লন্ডনের দমকল বাহিনী বুধবার সারাদিন, এমনকী রাতভর কাজ করে নিখোঁজদের উদ্ধার করার চেষ্টা চালায়। শেষ খবর মেলা পর্যন্ত, ১৭ জনের মৃত্যুর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের আশঙ্কা, এবার বহুতলের ভেতর গিয়ে তল্লাশি চালালে অনেক মৃতদেহ উদ্ধার করা যাবে।
মৃতের পাশাপাশি ৭৮ জন আহত হন। এঁদের মধ্যে ৩৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। লন্ডনের পুলিশ কমিশনার ড্যানি কটন বলেন, আগুনের ভয়াবহতা যেমন ছিল, তাতে ভেতরে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি যোগ করেন, গোটা বিল্ডিংটি ঘুরে দেখতে কয়েক সপ্তাহ লাগতে পারে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, আমরা জানতে চাই, ঠিক কী ঘটেছে। এই ঘটনায় যাঁরা কাছের মানুষকে হারিয়েছেন, যাঁরা নিজেদের ঘর হারিয়েছেন, তাঁদের জবাব দেওয়া কর্তব্য আমাদের। এর জন্যই তদন্তের প্রয়োজন। জানা গিয়েছে, তদন্তের নেতৃত্বে থাকবেন এক বিচারক।