এক্সপ্লোর
Advertisement
প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই! ট্রাম্প টাওয়ারের ১৬ তলা থেকে ঝুলে পড়লেন এক ব্যক্তি
দাবি, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। ট্রাম্প টাওয়ারের ১৬ তলা থেকে ঝুলে পড়লেন এক ব্যক্তি। দীর্ঘক্ষণের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে গ্রেফতার করল শিকাগো পুলিশ। সামনেই নির্বাচন। তার আগে প্রচারে ব্যস্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ হিসাবে জো বাইডেনের মুখোমুখি হবেন তিনি।
শিকাগো: দাবি, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। ট্রাম্প টাওয়ারের ১৬ তলা থেকে ঝুলে পড়লেন এক ব্যক্তি। দীর্ঘক্ষণের চেষ্টায় তাকে উদ্ধার করে গ্রেফতার করল শিকাগো পুলিশ। সামনেই নির্বাচন। তার আগে প্রচারে ব্যস্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ হিসাবে জো বাইডেনের মুখোমুখি হবেন তিনি।
আজ সকালেই ট্রাম্প টাওয়ারের ১৬ তলা থেকে বিপজ্জনকভাবে ঝুলতে দেখা যায় এক ব্যক্তিকে। মনে করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন। শিকাগো পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলে তিনি নেমে আসতে অস্বীকার করেন। দাবি জানান, নির্বাচনের আগে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার জন্যই তিনি এই পথ বেছে নিয়েছেন। দীর্ঘক্ষণের চেষ্টায় জোর করে নামিয়ে আনা হয় ওই ব্যক্তিকে। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সূত্রের।
মিসিগান ও উইসকনসিন গতকাল নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন ট্রাম্প। সেখান থেকে তিনি ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে খারাপ’ প্রার্থী বলে উল্লেখ করেন বাইডেনকে। গত ২০১৬-র নির্বাচনে ট্রাম্পের জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিল এই দুই প্রদেশ। গত শনিবার ট্রাম্পের প্রচার কর্মসূচি ছিল ফ্লোরিডা এবং জর্জিয়াতে। কয়েক দিন আগে ট্রাম্পের সঙ্গে সামনাসামনি বিতর্কে তাঁকে ডাহা মিথ্যুক বলে কটাক্ষ করেছিলেন বাইডেন। জবাবে ট্রাম্প এ দিন বাইডেনকে ‘অপরাধী’বলে পাল্টা খোঁচা দিয়েছেন। ‘অপরাধী’ বলে দেগে দিয়েছেন বাইডেনের পুরো পরিবারকেই।
'ডেমোক্রেটিক পার্টি আমেরিকার ইতিহাস মুছে দিতে চায়, তারা আমেরিকার মূল্যবোধের বিরোধী', এমনই কড়া ভাষায় প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ট্রাম্প। প্রতিপক্ষের প্রার্থী বাইডেন যদিও প্রচারে হাতিয়ার করেছেন করোনা রোধে সরকারের ব্যর্থতাকেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement